গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

Published on:

Rural Bank

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি দেশের 43 টি গ্রামীণ ব্যাঙ্ক (Rural Bank) মিলিত হয়ে 28 টিতে পরিণত হয়েছে। এক ধাক্কায় হারিয়ে গিয়েছে 15 টি গ্রামীণ ব্যাঙ্ক। আর এর মধ্যে উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্ক এবং দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাঙ্ক ছিল অন্যতম। এই দুই ব্যাঙ্ক এক হয়ে জন্ম নিয়েছে বিহার গ্রামীণ ব্যাঙ্ক, যা 1 মে থেকেই গোটা রাজ্যে পরিষেবা দিচ্ছে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু না, এখানেই শেষ নয়। এই সংযুক্ত ব্যাঙ্ককে এবার শেয়ার বাজারে আনার তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, অর্থমন্ত্রক ইতিমিধ্যেই IPO জারি করে ফেলেছে। আর এতেই বেঁকে বসেছে গ্রামীণ ব্যাঙ্কের ইউনিয়নগুলি।

আসলে কী ঘটছে গ্রামীণ ব্যাঙ্কের ক্ষেত্রে?

সরকার মূল টার্গেট রেখেছে গ্রামীণ ব্যাঙ্কের 36 শতাংশ শেয়ার বিক্রি করে বাজার থেকে মূলধন সংগ্রহ করা। এই সিদ্ধান্তকেই বেসরকারিকরণের পথে প্রথম ধাপ বলে মনে করছে কর্মচারী সংগঠনগুলির একাংশ। বর্তমানে গ্রামীণ ব্যাঙ্কগুলোতে ভারত সরকারের মালিকানা 50%, স্পন্সর ব্যাঙ্কগুলির মালিকানা 35% এবং রাজ্য সরকারের মালিকানা 15%। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

2015 সাল থেকে কেন্দ্র সরকার এই শেয়ার বিক্রি করার চিন্তাভাবনা করছে। তবে এতদিন পর্যন্ত গ্রামীণ ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থা খুব একটা মজবুত ছিল না। ফলে IPO আনার মত ঝুকি নিতে চায়নি অর্থ মন্ত্রক। যেহেতু প্রতিটি রাজ্যে এখন ব্যাঙ্কগুলিকে সংযুক্ত করা হয়েছে, তাই তাদের মূলধন বৃদ্ধি পেয়ে এখন তা IPO যোগ্য হয়েছে। আর সেজন্যই এবার কেন্দ্র সরকার এই বড়সড় পদক্ষেপের পথে হাঁটছে।

আরও পড়ুনঃ ট্রেনের টিকিটে অপারেশন সিঁদুরের ছবি! বিতর্ক ছড়াতেই মুখ খুলল রেল

বিক্ষোভের হুঁশিয়ারি দিল ইউনিয়নগুলি

প্রসঙ্গত, রবিবার বিহারে অনুষ্ঠিত উত্তর ও দক্ষিণ বিহার গ্রামীণ ব্যাঙ্কের কর্মী ইউনিয়নের একটি যুগ্ম বৈঠকের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সরকার গ্রামীণ ব্যাঙ্ককে এবার পুরোপুরি বেসরকারের হাতে তুলে দেওয়ার পথে হাঁটছে। আর IPO তার প্রথম ধাপ। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করবো।

গ্রামীণ ব্যাঙ্কের সঙ্গে জড়িয়ে থাকে লক্ষ লক্ষ গ্রামীণ মানুষের জীবন, ঋণ এবং আত্মনির্ভরতার স্বপ্ন। আর IPO বা শেয়ার বাজারের অংশীদারী মানে ভবিষ্যতে গ্রাহকদের উপর বিরাট প্রভাব পড়তে পারে। এমনকি ব্যাঙ্কগুলি আর ঋণও না দিতে পারে। আর সেই আশঙ্কাতেই কর্মীরা প্রতিবাদে নেমেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group