প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দেশের মানুষের সুবিধার্থে একের পর এক নানা লাভজনক প্রকল্প নিয়ে এসেছে সরকার। যার মূল লক্ষ্য হল দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া জনসাধারণকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা। তেমনই অজস্র এই প্রকল্পগুলির মাঝে অন্যতম একটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)। আসলে অনেকেই বাড়ি কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারে না,যার ফলে নিজস্ব বাড়ি বানানোর স্বপ্ন অধরাই থেকে যায়। তবে সেই স্বপ্ন পূরণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১৫ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সূচনা করেছিলেন নরেন্দ্র মোদি। এখনও পর্যন্ত সরকারের এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ তাদের বাড়ি পেয়েছেন। আর এই প্রকল্পে এখনো যাঁরা সুবিধা গ্রহণ করতে পারেনি তাদের জন্য আরও এক বড় চমক নিয়ে আসল কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের সময়সীমা আরও বাড়ানো হল। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
আবেদনের সময়সীমা বৃদ্ধি!
জনপ্রিয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শহর ও গ্রাম উভয় অঞ্চলের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবাস যোজনার অধীনে গ্রাহকদের রেজিস্ট্রেশন করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ চলতি বছরের একবারে শেষ পর্যন্ত এই প্রকল্পটির অধীনে রেজিস্ট্রেশনের সুবিধা পাওয়া যাবে। যার দরুন এবার প্রত্যেকেরই নিজস্ব বাড়ি থাকার স্বপ্ন পূরণ হবে।
কতদিন পর্যন্ত চলবে আবেদন গ্রহণ?
এর আগে ১৫ মে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন করার শেষ তারিখ। কিন্তু দেখা যায় এই সময়ের মধ্যেও অনেকেই এই প্রকল্পের আবেদন করে উঠতে পারেনি। তাই তাদের কথা ভেবে সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে থাকা তথ্যের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এই স্কিমের অধীনে ইতিমধ্যেই ৯২.৬১ লক্ষ ঘরের নির্মাণকার্য সম্পূর্ণ করা হয়েছে। আশা করা যাচ্ছে আরও বিপুলসংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।
আরও পড়ুন: আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! এবার সত্যিই ব্যবসা গুটিয়ে পালাবে ভোডাফোন?
কীভাবে বাড়ি বসে করবেন আবেদন?
এছাড়াও আপনি যদি ঘরে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে PMAY-G ওয়েবসাইটে যেতে হবে। এর পরে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে নিতে হবে। এরপর কনসেন্ট ফর্ম আপলোড করতে হবে। সেখান থেকে ‘সার্চে’ এ ক্লিক করতে হবে। এরপর নাম নির্বাচন করে ‘রেজিস্ট্রেশন’-এ ক্লিক করে ব্যাঙ্কের বিবরণ লিখে নিতে হবে। এরপর সেই ফর্ম সরকারি কর্মী যাচাই করবেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সামাজিক বিভাগ এবং হাউজিংয়ের অবস্থার উপর ভিত্তি করে এই প্রকল্পের সুবিধাভোগীদের নির্ধারণ করা হয়ে থাকে। যদি কোনও ব্যক্তির কাছে একটি স্থায়ী ঘর নাও থাকে, তাহলেও তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। তবে, সেই ক্ষেত্রে আবাস যোজনার সুবিধাভোগী হওয়ার ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলী জারি করা হয়েছে, সেগুলি পূরণ করা আবশ্যিক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |