সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে নাকি খনিজ তেলের হদিশ পাওয়া গিয়েছে! কিন্তু কোথায়? সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার বারুইপুর (Baruipur), যা বাজির কারখানা, কৃষিকাজ আর ছোট ব্যবসার জন্য জনপ্রিয়, সেই এলাকা এবার দেশের খনিজ মানচিত্রে উঠে এসেছে। ONGC নাকি এখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার খুঁজে পেয়েছে! আর সেই সম্ভাবনার খোঁজে শুরু হয়েছে তোড়জোড়।
তিন বছর আগেই হয়েছিল গবেষণা
প্রসঙ্গত বছর তিনেক আগে বারুইপুরের বেগমপুর অঞ্চলের মাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিল ONGC। সেই সময় বিজ্ঞানীরা আঁচ করতে পেরেছিল যে, মাটির গভীরে প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেলের বিশাল ভান্ডার লুকিয়ে রয়েছে ।
আর এই অনুমানের সূত্র ধরে সংস্থাটি এবার বিরাট প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়ে গিয়েছে। বেগমপুর পঞ্চায়েত এলাকার 200 কলোনির পাশের একটি ফাঁকা মাঠে এই খোঁড়াখুঁড়ি চলছে বলেই খবর।
কাজ চলছে দ্রুতগতিতে
সাধারণভাবে কোনও খনিজ প্রকল্প শুরু করার আগে প্রয়োজন পরে অবকাঠামোগত উন্নয়নের। সূত্রের খবর, খনিজ কাজ পরিচালনার জন্য নতুন কংক্রিটের রাস্তাও তৈরি করা হচ্ছে। এমনকি কর্মী এবং আদিবাসীদের থাকার জন্য ঘর ও কনফারেন্স রুম করা হচ্ছে। পাশাপাশি জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেই সূত্র মারফত খবর। শুধু তাই নয়, এই প্রকল্পে জমি দেওয়া কৃষকদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
আরও পড়ুনঃ সেভেন সিস্টার্স নিয়ে হম্বিতম্বিই সার, ব্যবসা বন্ধ করতেই পথে এল বাংলাদেশ
ONGC-র সূত্র মারফত জানা গিয়েছে, রিক মেশিন নামের এক বিশেষ যন্ত্র দিয়ে এই খনন কাজ করা হবে। আর এই যন্ত্রটি আনার জন্যই কংক্রিটের মজবুত রাস্তা তৈরি করা হয়েছে। একবার এই যন্ত্রটি পৌঁছোলেই শুরু হবে প্রকৃত খনন কাজ।
এমনকি স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ONGC নিজে জানিয়েছে, এখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার 100 শতাংশ নিশ্চিত। প্রসঙ্গত, চার বছর আগে উত্তর 24 পরগনার অশোকনগরে যখন তেল উত্তোলন করা শুরু হয়, তখন থেকেই বারুইপুরের নাম উঠে আসে। আর এবার সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |