বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো যন্ত্রণা ভুলে নতুন করে দল গোছাতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর সেই লক্ষ্যেই কোচ অস্কার ব্রুজোর সবুজ সংকেতে একে একে নতুন মুখেদের সই করাচ্ছেন হেড অফ ফুটবল থাংবোই সিংটো। সেই সূত্রেই বিগত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গলের সাথে বারংবার উঠছিল এক বিদেশি ফুটবলারের নাম।
শোনা যাচ্ছিল, ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরাকে সই করাতে পারে লাল হলুদ, এবার সেই সম্ভাবনাই সত্যি হল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল শিবিরে চূড়ান্ত হয়ে গিয়েছেন বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলা ফুটবলার তথা অস্কার শিষ্য মিগুয়েল। এখন জার্সি গায়ে তোলা শুধু সময়ের অপেক্ষা।
মঙ্গলবারই লাল হলুদে মিগুয়েল
কোচ অস্কারের তত্ত্বাবধানে ওপারে বাংলার বসুন্ধরা কিংসের হয়ে জাতের খেলা দেখানো মিগুয়েলকে গতকালই সই করানোর কথা ছিল ইস্টবেঙ্গলের। সূত্রের যা খবর, সেই মতোই মিগুয়েলকে কার্যত পাকা করে ফেলেছে কলকাতা ময়দানের এই প্রধান। শোনা যাচ্ছে, বর্তমানে কোচ অস্কারের হাত থেকে লাল হলুদ জার্সি গায়ে তুলতেই মুখিয়ে রয়েছেন তিনি। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে যা খবর, গতকালই ইস্টবেঙ্গলে সরকারিভাবে যোগ দিয়ে দিয়েছেন ব্রাজিলের এই তুখড়!
অস্কারের পছন্দের তালিকায় ছিলেন মিগুয়েল
গত ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকতার অভাব ও রক্ষণ যন্ত্র নিয়ে ব্যাপক ভূগেছিল ইমামি ইস্টবেঙ্গল। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও কাজের কাজ হয়নি। আর সেই কারণেই আসন্ন সিজনের জন্য নতুন করে দল গোছাতে একেবারে উঠে পড়ে লাগেন লাল হলুদ কর্তারা। সেই লক্ষ্যেই কোচ অস্কার ও হেড অফ ফুটবল সিংটোর হাত ধরে তালিকা অনুযায়ী একে একে নতুন ফুটবলার সই করাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
জানা যায়, কোচ অস্কারের তত্ত্বাবধানে বসুন্ধরা কিংসের হয়ে মাঠ কাপিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল। ফলত, তিনি কেমন ধাঁচের প্লেয়ার তা তা জানতে বাকি নেই অস্কারের। সূত্রের খবর, লাল হলুদ কোচের পছন্দের তালিকায় প্রথম থেকেই নাম ছিল মিগুয়েলের। কেননা, গুরু ব্রজোর অন্যতম পছন্দের তারকা তিনি। ইস্টবেঙ্গল সূত্রে যা খবর, কোচ অস্কার নাকি লাল হলুদের মাঝমাঠ সামলানোর জন্য মিগুয়েল ছাড়া আর কারও ওপর ভরসা করছেন না। তাই তাঁকে দলে ভিড়িয়ে একেবারে নিজের মতো করে তৈরি করতে চান ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ কোচ।
অবশ্যই পড়ুন: পাকিস্তান তো ছিলই, এবার বাংলাদেশকে গিলে খাচ্ছে চিন! বেজিংয়ের প্ল্যানে অসহায় ইউনূস
উল্লেখ্য, মিগুয়েল ছাড়াও ইতিমধ্যেই প্যালেস্টাইনের ক্ষুরধার প্লেয়ার মহাম্মদ রশিদকে চুক্তিপত্র পাঠিয়ে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এদিকে অস্কারের সবুজ সংকেত মেনেই নতুন বিদেশি খুঁজছেন সিংটো। তবে জানিয়ে রাখি, বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের বেশ কয়েকজন ফুটবলারকে নজরে রেখেছে লাল হলুদ। যার মধ্যে অন্যতম মুম্বই সিটি এফসির হয়ে খেলা মেহতাব সিং। জানা যাচ্ছে, প্রতিবেশী মোহনবাগানের নজরে থাকা জাতীয় শিবিরের এই ফুটবলারকে সই করাতে একেবারে প্রাণপণ চেষ্টা করছে মশাল বাহিনীর প্রধানরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |