বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত মরসুমগুলিতে ইস্টবেঙ্গলের ভেঙে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল দলের রক্ষণভাগ। হ্যাঁ, বারংবার নিজেদের দুর্বল ডিফেন্স লাইন নিয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল লাল হলুদ। প্রতিপক্ষ একটু কঠিন আক্রমণে এলেই একপ্রকার ভেঙে চুরমার হয়ে যেত ইস্টবেঙ্গল ডিফেন্সের বাঁধ। আর সেই দুর্বলতাকে শক্তি বানাতেই ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থতার পর ডিফেন্ডার কিনতে উঠে পড়ে লেগেছে লাল হলুদ।
শোনা যাচ্ছে, দলে আনোয়ার আলি, হেক্টর ইউস্তে ও হিজাজি মাহেররা থাকলেও সেভাবে দাগ কাটতে পারেননি কেউই। ফলত নতুন মরসুমের জন্য একেবারে নতুন করে রক্ষণভাগ সাজিয়ে মাঠে নামতে চাইছে কলকাতা ময়দানের এই প্রধান। আর সেই লক্ষ্যেই এবার জাতীয় দলের অন্যতম তুখড় ফুটবলারে চোখ পড়েছে ইস্টবেঙ্গলের। জানা যাচ্ছে, মুম্বই সিটি এফসির হয়ে খেলা ওই ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে মোহনবাগানও (Mohun Bagan)। এমন পরিস্থিতিতে, দুই ময়দান প্রধানের সংঘর্ষে শেষ পর্যন্ত ভারতীয় তারকার গন্তব্য কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলেই।
ডিফেন্স মজবুত করতে ইস্ট-মোহনের লক্ষ্য এখন এক
সাম্প্রতিক সময়ে জাতীয় শিবিরে খেলা তুখড় সাইড ব্যাক মেহতাব সিংকে নিয়ে একপ্রকার কাড়াকাড়ি বেঁধে গিয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগানের। সূত্রের যা খবর, মুম্বই সিটি এফসির বিপিন সিংকে ইতিমধ্যেই দলে নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেই সাথেই মুম্বই দলের রাইট ব্যাক মেহতাবকে দলে নিয়ে রক্ষণ যন্ত্রণা কমাতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট।
তবে সেই দৌঁড়ে নাকি ইতিমধ্যেই এগিয়ে রয়েছে মোহনবাগান। জানা যাচ্ছে, জাতীয় শিবিরে খেলা মেহতাবকে দলে নিয়ে রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী করতে চাইছে সবুজ মেরুন। সেই মতোই নাকি ভারতীয় ফুটবলারের সাথে কয়েক দফা কথা হয়েছে বাগানের। অন্যদিকে লাল হলুদের সাথেও কথা চালাচালি হয়েছে তাঁর। সূত্রের খবর, যেকোনও প্রকারে মেহতাব সিংকে দলে ফিরিয়ে নিতে চাইছে কলকাতার দুই প্রতিবেশী।
অবশ্যই পড়ুন: জল্পনাই সত্যি করে দেখাল ইস্টবেঙ্গল! লাল হলুদ জার্সি গায়ে তুলছেন এই ব্রাজিলিয়ান তারকা
শেষ পর্যন্ত কোন দলে জায়গা হতে পারে মেহতাবের?
সূত্র যা বলছে, মেহতাবকে দলে নিতে ইতিমধ্যেই কয়েক ধাপ এগিয়ে গিয়েছে মোহনবাগান। মূলত টাকার অঙ্কে কথা বললে, অনেক আগেই মুম্বই সিটি এফসির এই তারকাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে সবুজ মেরুন। অন্যদিকে, টাকার অঙ্কে বাগানের সাথে পেরে না উঠলেও পুরনো সম্পর্ককে কাজে লাগিয়ে মেহতাবের ঘনিষ্ঠ মহলের হাত ধরে তাঁকে দলে টানতে চাইছে ইস্টবেঙ্গল। এমতাবস্থায়, শেষ পর্যন্ত ভারতীয় সাইড ব্যাকের ঠিকানা কোথায় হবে, তা নিয়ে রয়েছে বড় সংশয়।
তবে একথা একেবারে ঠিক যে, মেহতাব যদি মোহনবাগানে যান তবে তাঁকে আশিস রাইয়ের সাথে লড়াই করে প্রথম একাদশে জায়গা করতে হবে। অন্যদিকে ভারতীয় ফুটবলার যদি ইস্টবেঙ্গলে আসেন তবে কোনও রকম দ্বিধা ছাড়াই তাঁকে একেবারে সরাসরি প্রথম একাদশে জায়গা দেবে লাল হলুদ। এখন দেখার হিসেব খতিয়ে দেখে শেষ পর্যন্ত কোন দলে যান মেহতাব।