“ সবাই যোগ্য হলেও বাংলায় একমাত্র অযোগ্য ইনি…” নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Published on:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একের পর এক সরকারি কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যেন উপচে পড়েছে। শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, কোনো কিছুই বাদ যায়নি। আর এই আবহে চাকরি দুর্নীতি নিয়ে সরাসরি আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে ‘তিরঙ্গা যাত্রা’-তে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কে অযোগ্য হিসাবে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মমতাকে অযোগ্য বললেন শুভেন্দু!

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজ্যের শিক্ষা পর্ষদের সমালোচনা করে জানালেন যে, “ নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা নির্ধারণের জন্য রাজ্য সরকারের যথাযথ নিয়মকানুন এবং মানদণ্ডের অভাব রয়েছে। এক্ষেত্রে তাই একজন ব্যক্তিকে অপসারণ করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই এগারো কোটি জনসংখ্যার মধ্যে অযোগ্য ব্যক্তিটি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

শুভেন্দু অধিকারী আরও বলেন যে, “আমি আগেও বলেছি SSC তে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী যোগ্য, অযোগ্য ছিল আছে। রাজ্য সরকার অযোগ্যদের তালিকা কোর্টে দিচ্ছে না বলেই ২৬ হাজারের চাকরি গেছে। যদি অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মানত তবে মাত্র ৭ হাজারের চাকরি যেত।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রাইমারিতেও নিয়োগ চুরি মমতার!

এছাড়াও প্রাইমারি শিক্ষা নিয়োগ নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রাইমারি পরীক্ষা দিয়ে পাশ করেছেন এমন অনেক শিক্ষক আছেন যাঁরা সাদা খাতাতে টাকা জমা দিয়েছিলেন। আর এই টাকার বিনিময়ে কয়েক হাজার নিয়োগ হয়েছে। আমরা বার বার বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না। কারণ তিনি চুরি করেছেন আর ধরা পড়েছেন। তাই বাংলার মানুষকে এবার ভেবে চিন্তে এগোতে হবে, কারণ আট মাস পরেই বিধানসভা নির্বাচন।” তবে শুভেন্দু শুধু চাকরি দুর্নীতির বিষয় নিয়ে নয় এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন।

আরও পড়ুন: পাকিস্তানকে ল্যাজে গোবরে করতে অভিষেকের দল যাবে ৫টি দেশে! সঙ্গে কে কে থাকবে?

অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে ঠাট্টা!

শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে উত্তরবঙ্গের বড় হাসপাতালগুলিতে একজনও স্নায়ু বিশেষজ্ঞ নেই, যার ফলে রোগীদের গুয়াহাটি এইমস বা কালচিনিতে চিকিৎসা নিতে বাধ্য করা হচ্ছে। সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। এবার তাই নিয়েও একাধিক প্রশ্ন তুললেন শুভেন্দু। এমনকি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি সদস্য হিসেবে বিদেশ ভ্রমণ নিয়েও ঠাট্টা করেন। ইউসুফ পাঠানের পরিবর্তে ভাইপোকে কেন নির্বাচিত করা হয়েছে সেই প্রসঙ্গ তুলে শাসক দলকে “প্রাইভেট লিমিটেড কোম্পানি” হিসেবে উল্লেখ করেন শুভেন্দু।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group