লক্ষ্মীর ভান্ডারের ৫ গুণ! মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা, নয়া প্রকল্প সরকারের

Published on:

women

সহেলি মিত্র, কলকাতা : মহিলাদের জন্য রইল দারুণ সুখবর। রথযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে কড়কড়ে ৫০০০ টাকা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার শীঘ্রই মহিলাদের জন্য একটি বড় উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা তো সকলেই জানেন যে রাজ্যে মহিলাদের জন্য মাইয়া সম্মান যোজনা (Maiya Samman Yojana) পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের আওতায়, যোগ্য মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়া হয়। তবে এবার জানা যাচ্ছে, দুই কিস্তিতে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থাৎ ব্যাঙ্কে ঢুকবে ৫০০০ টাকা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

মহিলারা পাবেন ৫০০০ টাকা!

দরিদ্র শ্রেণীর মানুষের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক অনেক ধরণের প্রকল্প পরিচালিত হয়। একইভাবে, ঝাড়খণ্ডে, হেমন্ত সোরেন সরকার মৈন্য সম্মান যোজনা শুরু করেছে। এই প্রকল্পের আওতায় দরিদ্র শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা পাঠানো হয়। এই প্রকল্পের আওতায়, দুটি কিস্তির টাকা শীঘ্রই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ঝাড়খণ্ড সরকার এপ্রিল এবং মে মাসের কিস্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ঝাড়খণ্ড সরকারের নারী, শিশু উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিভাগ ২০২৫-২৬ অর্থবর্ষে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনার জন্য ২৪টি জেলার জন্য ৯৬০৯ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। বিভাগীয় সচিব এই বিষয়ে ২৪টি জেলার জেলা প্রশাসকদের কাছে তথ্য পাঠিয়েছেন।

সুবিধা মিলবে কীভাবে?

মাইয়া সম্মান যোজনার সুবিধা পেতে, সমস্ত যোগ্য মহিলাদের আধার সিডিং করা আবশ্যক। আধার সিডিংয়ের ক্ষেত্রে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সাথে লিঙ্ক করা প্রয়োজন। এর জন্য, আপনি ব্যাঙ্কে গিয়ে আধার সিডিং ফর্ম পূরণ করতে পারেন। গ্রাম পঞ্চায়েত স্তরেও ক্যাম্প বসানো হচ্ছে। এর পাশাপাশি, মাইয়া সম্মান যোজনার সুবিধা পেতে ই-কেওয়াইসিও প্রয়োজনীয়। যদি আপনি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন, তাহলে শীঘ্রই করুন। যদি ই-কেওয়াইসি না করা হয় তাহলে স্কিমের টাকা অ্যাকাউন্টে আসবে না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ এক ধাক্কায় বেতন বাড়ল ১১,৯০০ টাকা! রাজ্যের এই কর্মীদের লাগল লটারি

এভাবে চেক করুন স্টেটাস

যদি আপনার নাম মাইয়া সম্মান যোজনার তালিকায় না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। আপনার নাম পরীক্ষা করার জন্য, আপনাকে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট mmmsy.jharkhand.gov.in দেখতে হবে। এর জন্য, আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য প্রবেশ করান। আপনার মোবাইলে OTP আসবে, এটি যাচাই করুন। যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে স্ট্যাটাসটি দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥