বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো ব্যর্থতা ভুলে একেবারে নতুন ছন্দে ফিরতে চাইছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই লক্ষ্যেই নতুন বিদেশিদের সই করানোর হুজুগে মেতেছেন কোচ অস্কার থেকে শুরু করে হেড অফ ফুটবল থাংবোই সিংটো। ইতিমধ্যেই জল্পনাকে সত্যি করে প্যালেস্টাইনের বড় তারকা মহম্মদ রশিদকে সই করিয়ে নিয়েছে লাল হলুদ।
সেই সাথেই ইস্টবেঙ্গল জার্সি গায়ে তোলার অপেক্ষায়, ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা। এহেন আবহে কোচ অস্কারের সবুজ সংকেতেই তালিকা দেখে একে একে নতুন বিদেশিদের দলে টানছেন সিংটো। শোনা যাচ্ছে, এবার সেই পছন্দের তালিকা অনুযায়ী, মরক্কোর এক শক্তিশালী ফুটবলারে নজর পড়েছে লাল হলুদের।
লাল হলুদের রাডারে একাধিক নতুন ফুটবলার
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিদেশি ফুটবলারের পাশাপাশি একাধিক দেশি ফুটবলারেও নজর রয়েছে ইস্টবেঙ্গলের। জানা যাচ্ছে, মুম্বই সিটি এফসির বিপিন সিংকে একপ্রকার পাকা করে ফেলেছে লাল হলুদ। অন্যদিকে মুম্বইয়ের আরেক বড় তারকা তথা সাইড ব্যাক মেহতাব সিংকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে মশালবাহিনীর ম্যানেজমেন্ট। যা খবর, এই মেহতাবের ওপর নজর পেতে রয়েছে মোহনবাগানও।
সূত্র বলছে, মেহতাবকে দলে পেতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে বাগান। ফলত, মুম্বই সিটি এফসির হয়ে খেলা জাতীয় দলের রাইট ব্যাককে দলে নিতে হলে সবুজ মেরুনের সাথে অর্থের জোরে লড়তে হবে ইমামি ইস্টবেঙ্গলকে। পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে শোনা যাচ্ছে আরও বড় খবর। সূত্র বলছে, মরক্কোর এক ক্ষমতাশালী ফুটবলারকে রাডারে রেখেই এগোচ্ছে ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: লজ্জা পাবে নামীদামী প্লেয়ারও! IPL-এ বৈভব সূর্যবংশীর বল প্রতি কত আয় হল জানেন?
কাকে সই করাতে চায় লাল হলুদ?
বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, সৌদি প্রো লিগে নিজে জাত চেনানো মরোক্কান ফুটবলার মৌরাদ বাটনাকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, মাঝমাঠ থেকে বল নিয়ে জোরালো আক্রমণে সিদ্ধহস্ত এই মৌরাদের সাথে কথা বলার চেষ্টা চালাচ্ছে লাল হলুদ। ইতিমধ্যেই তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গতবছর সৌদি প্রো লিগের অন্যতম ক্লাব আল ফাতেহ-র হয়ে 11 গোল করা এই তুখড় ফুটবলারকে খুব শীঘ্রই দলে আসার প্রস্তাব দিতে পারে ইমামির মালিকানাধীন এই ক্লাব। তবে শেষ পর্যন্ত তিনি লাল হলুদে ভিড়বেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে নানা মহলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |