বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপার বাংলায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একাধিক অভিযোগের আবহে আচমকা বড় খবর পেলেন বাংলাদেশবাসী। শোনা যাচ্ছে, ভারত, পাকিস্তানের পর এবার পদ্মা পাড়েও (Bangladesh) শুরু হতে চলেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।
হ্যাঁ, ইতিমধ্যেই ইউনূস সরকারের সাথে হাত মিলিয়েছে টেসলা ও স্পেসএক্স কর্ণধার ধনকুবের ইলন মাস্ক। ওপার বাংলার বেশি কিছু সংবাদমাধ্যম সূত্রে যা খবর, মাস্কের হাত ধরে খুব শীঘ্রই স্টারলিংকের মাধ্যমে কাঁটাতারের ওপারের বাসিন্দারা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার সুবিধা পাবেন।
ইলন মাস্কের সাথে বেইমানি করেছিল পাকিস্তান!
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে পাকিস্তানে ব্যবসা করার অনুমোদন পেলেও পরবর্তীতে স্টারলিংকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আপাতত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরুর পথে কাঁটা হয়েছে পাক সরকার। সূত্রের যা খবর, প্রথমদিকে মাস্ক সংস্থা স্টারলিংককে অস্থায়ী লাইসেন্স দিলেও পরবর্তীতে তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা।
পশ্চিম দিকের দেশের বেশিরভাগই দাবি, মূলত প্রযুক্তিগত দিক ও নিরাপত্তার প্রশ্নে নাকি উত্তীর্ণ হতে পারেনি ইলন মাস্কের স্টারলিংক। আর সেই কারণেই স্টারলিংককে বৈধ ও স্থায়ী লাইসেন্স দিতে অস্বীকার করেছে শেহবাজের সরকার।
বাংলাদেশে চালু হল স্টারলিংকের পরিষেবা
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ সংস্থার তথ্য মতে, ইতিমধ্যেই বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ইউনূস সরকারের সাথে হাত মিলিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। জানা গিয়েছে, ভারতের দেখাদেখি এবার দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবাকে বেছে নিচ্ছেন ইউনূস। সেই মতোই নাকি স্টারলিংকের সাথে চুক্তি হয়েছে ওপার বাংলার! আর সেই সূত্রেই উঠে এসেছে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের খরচ সংক্রান্ত তথ্যও।
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের খরচ
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পেতে হলে সে দেশের জনগণকে প্রতি মাসে অন্তত 4200 টাকা খরচ করতে হবে, আমেরিকান মুদ্রায় যা 35 ডলারের সমান। সেক্ষেত্রে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করতে ভারতীয় মুদ্রায় 2,990 টাকা খরচ হবে ওপার বাংলার গ্রাহকদের। তবে স্টারলিংকের যন্ত্র বসাতে এককালীন 47 হাজার টাকা অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 33 হাজার টাকা খরচ করতে হবে ও দেশের বাসিন্দাদের। ফলত, বোঝাই যাচ্ছে ওপার বাংলায় মোটা অঙ্কের বিনিয়োগ করতে চলেছেন মাস্ক। তবে এই স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা ব্যক্তিগত নাকি ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হবে তা এখনও স্বচ্ছ নয়।
অবশ্যই পড়ুন: ভারতের প্রথম বুলেট ট্রেন পরিকাঠামো প্রস্তুত, বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
হঠাৎ কেন স্যাটেলাইট ইন্টারনেট চালু করল বাংলাদেশ?
যা জানা যাচ্ছে, হাসিনা সরকারের পতনের আগে বাংলাদেশে যে বিরাট আন্দোলন শুরু হয়, সেই সময়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। জানা যাচ্ছে, বর্তমানে ইউনূস বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করে হাসিনা সরকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। আসলে ইউনূস বোঝাতে চেয়েছেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কোনও তথ্য লুকিয়ে রাখা নয় বরং আগামী দিনে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলিতে ঝড়, জল, তুফানের মধ্যে দিয়েও ইন্টারনেট পরিষেবা অব্যাহত রাখা হবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংকের মাধ্যমে।