বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট মানেই দীর্ঘদিনের লড়াই। যা একজন প্লেয়ারকে ক্রিকেটীয় সম্পর্ক প্রায় ভুলিয়ে দেয়! সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR Vs RR) খেলতে গিয়ে কার্যত তেমন অবস্থাই হয়েছে এক বিদেশির। জানা যাচ্ছে, গত 4 মে অজিঙ্কা রাহানেদের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের তাবড় পেসার। এবার সেই চোটই বিরাট ক্ষতি করে দিল তাঁর।
KKR বনাম রাজস্থান ম্যাচেই পেতে হয়েছিল চোট
গত 4 মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একপ্রকার আটাঘাট বেঁধে নেমেছিল রাজস্থান রয়্যালস। যে ম্যাচে একেবারে কানের পাশ থেকে তীর বেরিয়ে গিয়েছিল নাইটদের। আর সেই হাইভোল্টেজ ম্যাচেই রিঙ্কু সিংদের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে বড় চোট পেয়েছিলেন রাজস্থানের ইংলিশ পেসার জোফরা আর্চার। আর তাতেই স্বপ্ন ভাঙল ইংল্যান্ড তারকার!
নাইটদের বিরুদ্ধে খেলতে গিয়েই বড় ক্ষতি হল আর্চারের
জানা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে কঠিন চোটের পর বেশ কিছুদিন তা নিয়েই ভুগছিলেন ইংলিশ তারকা। এরই মাঝে ভারত-পাক সংঘাতের আবহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ স্থগিত হয়ে গেলে দেশে ফিরে যান জোফরা, এরপর আর ভারতে ফেরেননি তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য রাজস্থানে ফিরতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই আসরেও নামা হচ্ছে না তাঁর।
অবশ্যই পড়ুন: পদ্মাপাড়ে শুরু অন্য খেলা! হঠাৎ জরুরি বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান, দিন ফুরল ইউনূসের?
সূত্রের খবর, ক্যারিবিয়ান প্লেয়ারদের বিপক্ষে ওয়ানডের ময়দানে নামার আগেই আঙুলের চোট নিয়ে ভুগছেন আর্চার। জানা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় ইংল্যান্ডের ওয়ানডে দলে থাকা সত্ত্বেও সিরিজ খেলতে পারবেন না তিনি। ইতিমধ্যেই তাঁর পরিবর্ত হিসেবে বাঁ হাতি পেসার লুক উইডকে দলে টেনে নিয়েছে ইংল্যান্ড। জানিয়ে রাখি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শীঘ্রই টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই দলেও রাখা হয়েছে 29 বছর বয়সি উইডকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |