সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের (Jammu And Kashmir) বুকে আবারও শোনা যাচ্ছে গুলির আওয়াজ। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়েছে কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকা। এক গোপন সূত্রে খবর পেয়ে ওই অঞ্চলে অভিযান চালিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। জানা যাচ্ছে, ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় জঙ্গিদের গুলিবর্ষণ। সূত্রের খবর, পাল্টা আক্রমণে সেনা জওয়ানরাও গুলি চালিয়েছেন তাঁদের লক্ষ্য করে। এমনকি এখনও পর্যন্ত অভিযান চলছে বলেই খবর জন্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে।
কোথা থেকে পাওয়া গেল এই গোপন তথ্য?
বেশ কয়েকটি সুত্র মারফত জানা যাচ্ছে, ওই এলাকায় নাকি তিন থেকে চারজনের একটি জঙ্গি গোষ্ঠী লুকিয়ে ছিল। বেশ কিছুদিন ধরেই নজরে ছিল তারা। আর অবশেষে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর হাতে গোয়েন্দা মারফত তথ্য আসে। তারপরেই শুরু হয় অভিযান। এমনকি খুব দ্রুত ঘিরে ফেলা হয় গোটা অঞ্চলকে, যাতে কোনোভাবে জঙ্গিরা পালাতে না পারে।
সূত্রের খবর, এই মুহূর্তে গোটা সিংপোরা অঞ্চলকে ঘিরে রেখেছে সেনাবাহিনী, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। এমনকি প্রতিমুহূর্তেই ওই এলাকায় কড়া নজরদারি চলছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়েও নেওয়া হয়েছে। ওই এলাকায় এখন শুধু শোনা যাচ্ছে গুলির আওয়াজ।
পহেলগাঁও হামলার পর থেকেই তৎপরতা
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 22 এপ্রিল পহেলগাঁও এর মাটিতে পাক মদতপুষ্ঠ সন্ত্রাসবাদি হামলায় নিরীহ 26 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। এমনকি তাদের ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে গুলি চালানো হয়। আর সেই ঘটনার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে চালানো হচ্ছে সন্ত্রাস দমন অভিযান।
এমনকি দক্ষিণ কাশ্মীরের একাধিক জেলায় চলছে কড়া নজরদারি। এমনকি মে মাসের মাঝামাঝি সময়ে শোপিয়ান ও পুলওয়ামার ত্রাল এলাকায় দুই অভিযানে মোট 6 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলেই খবর।
আরও পড়ুনঃ সোনার দাম নিয়ে দুঃসংবাদ, চাপ ফেলছে রুপোও! আজকের রেট
সীমান্ত পেড়িয়ে সন্ত্রাসবাদ দমন
পহেলগাঁও হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে চালায় অপারেশন সিঁদুর। নিখুঁত পরিকল্পনা মাফিক পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা 9 টি সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিকে রাতারাতি গুঁড়িয়ে দেয় ইন্ডিয়ান আর্মি। এমনকি সেই অভিযানে 100 জন জঙ্গিও নিকেশ হয়। ভারতীয় সেনার এখন একটাই লক্ষ্য – জঙ্গিদের কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |