বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী! জোড়া কর্মসূচি আলিপুরদুয়ারে, নেপথ্যে কারণ কী?

Published on:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। যদিও রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনও বেশ খানিকটা দেরি, কিন্তু হাতে সময় থাকলেও সিংহাসন দখলের লড়াইয়ে এখন থেকেই মুখিতে রয়েছে রাজনৈতিক দলগুলি। আর এই আবহে বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক সভা থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জন্য একাধিক প্রকল্পের কর্মসূচি পরিচালনা করতে চলেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বঙ্গে আসবেন প্রধানমন্ত্রী!

কেন্দ্রের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ মে, বৃহস্পতিবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই দিন আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে BJP-র শীর্ষনেতাদের নিয়ে মেগাসভা বসতে চলেছে। সেখানে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুরদুয়ার প‍্যারেড গ্রাউন্ড ময়দানে। পুরোদমে শুরু মেগা সভার প্রস্তুতি। তাই আজ সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মণ এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারাও।

উত্তরবঙ্গ সফর মোদীর!

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেখানে একাধিক প্রকল্প নিয়ে একাধিক বৈঠকে সামিল হয়েছিলেন। এবং সেখানকার স্থানীয়দের সঙ্গেও নানা বার্তালাপ করেছিলেন। আর সেই আবহের রেশ কাটতে না কাটতেই ফের নরেন্দ্র মোদীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক মহলে এক বড় আলোড়ন ফেলতে চলেছে। তবে অনেকের মতে বিশেষত ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই বঙ্গ-সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এর আগে বিহারের একটি জনসভার মঞ্চ থেকে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হল বিহারে জনসভা হবার কয়েকদিনের মধ্যেই অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গত ৭ মে অত্যন্ত সফলতার সঙ্গে ভারত সেই অপারেশন চালিয়েছে। মাত্র ২৪ মিনিটে পাক মাটিতে ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল নয়টি জঙ্গিদের ঘাঁটি। আর এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল নির্বাচন নিয়েও শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুন: কলকাতার পর এবার গঙ্গাসাগরের আকাশে রহস্যময়ী ড্রোন! উদ্বিগ্ন গোয়েন্দারা

সভাস্থল নির্বাচন নিয়ে চর্চা!

এছাড়াও বিগত কয়েকদিন চিকেনস নেকের গুরুত্ব নিয়েও জোরদার আলোচনা চলছে। সেই কারণেই প্রকাশ্যে জনসভা করতে আলিপুরদুয়ারের মতো একটি জায়গাকেই বেছে নিয়েছেন মোদী। এদিকে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। বিজেপি নেতা তথা ফালাকাটার বিধায়ক দীপক বলেন, “অপারেশন সিঁদুর-পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজেই এখানে একটি প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক সভাটির প্রস্তুতির দায়িত্বে আমরা রয়েছি। সেই প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করে দিলাম।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group