বিপুল প্রতারণা! রাজ্যে ফের ED অভিযান একাধিক জেলায়

Published:

ED Raids
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের সকাল সকাল ইডি-র তল্লাশি (ED Raids) শুরু হয়েছে আরামবাগে। আজ, বৃহস্পতিবার সকালে আচমকা দিলীপ মাইতির বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একাধিক এলাকায় রীতিমত কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। স্বাভাবিকভাবে সাতসকালে কেন্দ্রীয় বাহিনী দেখে সাধারণ মানুষ হকচকিয়ে যান। রীতিমত এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

আরামবাগে ED-র হানা!

সূত্রের খবর, আজ অর্থাৎ, বৃহস্পতিবার ফের সাতসকালে আরামবাগ শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা হানা দেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে আরামবাগের একটি রিসর্ট, অর্থলগ্নিকারী সংস্থার কয়েকটি অফিস, বিভিন্ন এজেন্ট ও ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি করেছে ইডি। বাড়িগুলি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। আরামবাগের এলএফএস ব্রোকিং অর্থাৎ শেয়ার মার্কেটিং-এর কর্ণধার দিলীপ মাইতিকে নানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার মার্কেট নিয়ে একাধিক অভিযোগ

বিগত বেশ কয়েকদিন ধরেই আরামবাগের এলএফএস ব্রোকিং অর্থাৎ শেয়ার মার্কেট নিয়ে অভিযোগ উঠে আসছে যে, এখানে অনেক মানুষ কষ্টার্জিত অর্থ গচ্ছিত রেখেছিলেন। কিন্তু তাঁরা কোনও টাকা ফেরত পাননি। আর সেই কারণে কয়েকজন আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আরামবাগের এলএফএসের অফিসের পাঁচতলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুও হয়। যদিও সেই মৃত্যু এখনও রহস্যজনক। এবার সেই অভিযোগ নিয়ে দিলীপের বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে।

তবে শুধু দিলীপ মাইতির বাড়ি নয়, একইসঙ্গে পাঁচটি জায়গাতেও চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। জানা গিয়েছে এদিন দিলীপ মাইতির পাশাপাশি সৌরভ অধিকারী, সাহিল শেখ ও অলোক রায়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়াও আরামবাগের মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আরামবাগ রিসর্ট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সেখানেও চলছে তল্লাশি। যদিও আরামবাগ রিসর্টের কর্ণধার জিয়াজুর রহমানকে অনেকদিন আগেই গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: বিকেলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ৫০-৬০ কিমিতে ঝড়! ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার খবর

তদন্ত সূত্রে জানা গিয়েছিল আরামবাগ রিসোর্টের এই কর্ণধার জিয়াজুর রহমান আরামবাগ থেকে বেনামে শেয়ার ট্রেডিং কোম্পানি চালাতেন। এবং বাংলাদেশ ও সৌদিতে ব্যবসা চালাতেন। পরে তদন্তকারী সংস্থার নজরে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডি হানা দিয়েছে বীরভূমের বোলপুর রবীন্দ্রবিথী বাইপাস সংলগ্ন এলাকাতেও। তবে তদন্তে কিছু উদ্ধার হয়েছে কি না বা কেউ গ্রেপ্তার হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join