বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাগ কাটতে পারেনি রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই যাত্রা শেষ করেছে ভিন রাজ্যের দল। তবে আসা শেষ হলেও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ক্ষুদ্র কিন্তু উজ্জল তারা হয়ে রইলেন বিহারের 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এবারের যাত্রায় অভিষেক হতেই নিজেকে মেলে ধরেছেন রাজস্থানের এই উদীয়মান তারকা।
তবে ক্ষমতা জাহির করার কাজটা প্রথম শুরু করেছিলেন গুজরাতের ম্যাচে। হ্যাঁ, সেদিন শুভমন গিলদের বিপক্ষে মাত্র 35 বলে শতরান হাঁকিয়ে নিজের জীবনের সেরা অধ্যায়টা লিখেছিলেন বৈভব। আর এরপর থেকেই দেশবাসীর হৃদয় জায়গা করে নিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরিয়ান হতেই তাঁকে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বহু আত্মীয়-পরিজন। তবে সেই রাস্তা বন্ধই রেখেছিলেন বিহারের ভূমিপুত্র। কিন্তু কেন? সেকথাও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
ছন্দে থেকেই IPL শেষ করেছেন বৈভব
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে মোট 7 ম্যাচে অংশ নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। আর সেই যাত্রায় 252 রান খাতায় তোলেন বিহারের এই কিশোর প্রতিভা। তবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ নিয়ম রক্ষার ম্যাচে ফিনিশিং টাচ দিয়েই এ মরসুমের দৌড় শেষ করেছেন বৈভব।
চেন্নাইয়ের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র 33 বলে 57 রান করেই দলকে সম্মানের সাথে জিতিয়েছেন বৈভব। বলে রাখি, এ সিজনে প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও দুটি আত্মবিশ্বাসী অর্ধশতরান খাতায় তুলেছেন সূর্যবংশী। আর এরপর থেকেই আলোচনার মধ্যমণি হয়ে উঠেছেন তিনি।
সেঞ্চুরির পর 500-র বেশি কল এসেছিল বৈভবের
রাজস্থানের সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার বৈভব সূর্যবংশী কোচ দ্রাবিড়ের সাথে আলাপচারিতার সময় আচমকা বলে বসেন, সেঞ্চুরির পর আমার কাছে 500-র বেশি মিসড কল এসেছিল। কিন্তু আমি ফোন বন্ধ রেখেছিলাম। আসলে সেঞ্চুরির পর অনেকেই আমার সাথে কথা বলতে চেয়েছিল। তবে আমি একেবারেই সেটা চাইনি।
আর সেজন্যই দু-চার দিন আমার ফোন সুইচ অফই ছিল। এদিন বৈভব আরও বলেন, বেশি লোকের সঙ্গে মেলামেশা আমার অভ্যাসে নেই। খুব একটা ভালও লাগে না। নিজের পরিবার, গুটি কয়েক বন্ধু, এই নিয়েই আমার চলাফেরা। সাফল্যের পর আত্মীয় পরিজনদের প্রতিক্রিয়ার বিষয়টিকে সেভাবে আমলে নেননি বৈভব, যা অনেকের কাছে ব্যক্তিগত সিদ্ধান্তের পর্যায়ে পড়লেও, কেউ কেউ আবার বৈভবের অহংকার নিয়ে প্রশ্ন তুলছেন!
অবশ্যই পড়ুন: কোহলিহীন ভারতের সাথে খেলতে লজ্জা পাচ্ছে ইংল্যান্ড!
প্রসঙ্গত, গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থেকে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বৈভব। আর সেই সূত্র ধরেই ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার, ইংল্যান্ড সফরের অনূর্ধ্ব-19 দল ঘোষণা করা হয়েছে, আর সেই 16 সদস্যের দলে সগর্বে জায়গা রেখেছেন বৈভব। উল্লেখ্য, বৈভব ছাড়াও ধোনির চেন্নাইয়ের 17 বছর বয়সি আয়ুষ মাত্রেও ইংল্যান্ড সফরে জাতীয় দলে বড় দায়িত্ব পেয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |