বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেটুকু যা ছিল তাও আর থাকছেনা! মাথার ওপর থেকে ছাদ সরছে বাংলাদেশের (Bangladesh)! অনাথ হওয়ার পথে? গতকাল থেকেই জল্পনা বেড়েছে, পদত্যাগ করতে পারেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আর সেই সম্ভাবনার সূত্রপাত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলামের একটা ছোট্ট মন্তব্যের পর।
বৃহস্পতিবার ইউনূসের সাথে দেখা করতে তাঁর বাসভবন যমুনায় গিয়েছিলেন নাহিদ। বেরিয়ে আসার সময় আচমকা বলে বসলেন, পদত্যাগ করার কথা ভাবছেন মহম্মদ ইউনূস। আর সেই বক্তব্যের পরই প্রশ্ন উঠছে, ইউনূস সরে গেলে বাংলাদেশকে পথ দেখাবে কে? কার হাতে থাকবে পদ্মা পাড়ের রাশ?
সত্যিই কি পদত্যাগ করছেন ইউনূস?
বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে যা খবর, এমনিতেই নির্বাচন নিয়ে চাপে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার ওপর দীর্ঘ বেশ কিছুদিন ধরেই ইউনূসের আসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমতাবস্থায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন ইউনূস। সূত্রের খবর, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল সেই বৈঠকে।
সেখানেই নাকি বাংলাদেশের বর্তমান অভিভাবক বলেছিলেন, দেশের সংস্কারই যদি না করতে পারলাম, তাহলে আর প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ? এরপরই ইউনূসের পদত্যাগের জল্পনা জোরালো হয়েছে। যদিও তাতে শেষ পেরেকটি পুঁতে দিয়েছেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূসের সাথে দেখা করে বেরিয়ে আসার সময় নাহিদ জানিয়েছিলেন, পদত্যাগের কথা ভাবছেন ইউনূস।
ইউনূস পদত্যাগ করলে বাংলাদেশ চালাবেন কে?
বেশ কয়েকটি রিপোর্ট যা বলছে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া আর কোনও দ্বিতীয় সরকার নেই। ফলত, ইউনূস যদি এখনই ইস্তফা দেন সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলে যেতে পারে সেনাবাহিনীর হাতে, বিগত কিছুদিনে সেই আভাস আগে থেকে দিয়ে রেখেছেন ওপার বাংলার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অবশ্যই পড়ুন: আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন না! বন্ধুও নেই তেমন! ব্যক্তিগত জীবন নিয়ে অকপট বৈভব সূর্যবংশী
অনেকেই মনে করছেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব থেকে সরে গেলে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই গোটা দেশের দায়িত্বে থাকবেন। যদিও সিংহভাগের দাবি, সেনাবাহিনীর হাতে যদি বাংলাদেশের শাসন ব্যবস্থা ফের চলে যায় সে ক্ষেত্রে ওপারে বড়সড় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কেননা, হাসিনা জামানায় সেনাবাহিনীর হাতে ওপার বাংলার দায়িত্ব ওঠায় কোটা আন্দোলন ঘিরে বহু বিক্ষোভকারীর ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে বাংলাদেশ সেনার বিরুদ্ধে।
কাজেই দেশের দায়িত্ব সেনার হাতে যাক তা কখনই চাইবে না বাংলাদেশবাসী। এদিকে ওপার বাংলার বেশ কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, ইউনূস চাইছেন নতুন এক অন্তর্বর্তীকালীন সরকার গড়তে। তবে কোনও ভাবেই আর দায়িত্ব থাকতে রাজি নন তিনি। এখন দেখার, ইউনূস পদত্যাগ করলে পদ্মা পাড়ে ফের কোন নাটক শুরু হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |