বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতের কারণে বাণিজ্য ও অন্যান্য সম্পর্কের পাশাপাশি ক্রিকেটীয় সম্পর্কও একপ্রকার শেষের পথে ভারতের। এহেন আবহে পাকিস্তানকে বড় ঝটকা দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সিরিজের পর এবার 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচ (India Vs Pakistan) হচ্ছে না বলেই খবর!
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না ভারত-পাক ম্যাচ!
বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়ে, তাতে ওদেশের সাথে আর কোনও ক্ষেত্রেই সম্পর্ক দীর্ঘায়িত করতে রাজি নয় দিল্লি। সেই সূত্র ধরেই, 22 গজেও গ্রিন আর্মিকে বয়কটের পথে স্বদেশীরা। বলে রাখি, পাকিস্তানের সাথে বহু আগেই দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে একপ্রকার বাধ্য হয়েই ICC ইভেন্ট গুলিতে নামতে হতো।
কিন্তু যা খবর, আর তা হচ্ছে না! 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাকিস্তান থেকে মুখ ফেরানোর কাজটা শুরু করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। খোঁজ নিয়ে জানা গেল, ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার কথা মাথায় রেখেই খুব শীঘ্রই বড় পদক্ষেপ নিতে পারে ICC। তবে মোটামুটি ধারণা রাখা যেতে পারে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এক গ্রুপে থাকছে না। সেই সাথেই আসন্ন 20 ওভারের বিশ্বকাপে হচ্ছে না কোনও ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচ!
অবশ্যই পড়ুন: অভিভাবক হারাচ্ছে বাংলাদেশ! ইউনূস পদত্যাগ করলে দেশ চালাতে পারেন এই ব্যক্তি
আসল খেল দেখাবেন জয় শাহ!
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। সেই আসরে অংশগ্রহণের অধিকার রয়েছে পাকিস্তানেরও। তবে আপাতত যা খবর, পাকিস্তান অংশ নিলেও তাদের বিরুদ্ধে একদিনের জন্যও মাঠে নামবে না ভারতীয় দল। কেননা, গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে নিজেদের হাইব্রিড মডেলের সিদ্ধান্তে অনড় থেকেই দুবাইতে প্রতিটি ম্যাচ খেলেছে ভারত। তবে পরবর্তীতে পহেলগাঁও হামলার পর সাম্প্রতিক পরিস্থিতি পাকিস্তানের সাথে একেবারে খারাপ, তাই এই মুহূর্তে আর কোনও ICC ইভেন্টে সালমান আলী আগাদের সাথে লড়ার সম্ভাবনাই নেই টিম ইন্ডিয়ার।
শোনা যাচ্ছে, আগামী 17 থেকে 20 জুলাই সিঙ্গাপুরে বসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি বার্ষিক সভা। আর সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে ICC। মনে করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার বিষয়ে বড় ভূমিকা থাকতে পারে ICC চেয়ারম্যান জয় শাহর। সূত্র বলছে, সিঙ্গাপুরের ওই আলোচনা সভাতেই গদ্দার পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারেন শাহ!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |