উত্তরবঙ্গের ৬ জায়গা থেকে দিঘার উদ্দেশ্যে ছুটবে বাস, জানুন ভাড়া ও রুট সম্পর্কে

Published on:

Digha Jagannath Temple

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। যার মধ্যে অন্যতম হল উত্তরবঙ্গের মানুষদের জন্য দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) যাত্রার সুব্যবস্থা। এরপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি ভলভো বাস পরিষেবার মাধ্যমে উত্তরবঙ্গের ছ’টি জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের সৈকতশহরকে জুড়তে সময়সূচী প্রকাশ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের ছ’টি প্রান্ত থেকে দিঘাগামী বাস পরিষেবা শুরু হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে দু’দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে বাস ছাড়বে। সেক্ষেত্রে বাসের রুট সহ বাস ছাড়ার সময়, এবং কলকাতা বা দিঘা পর্যন্ত বাসের ভাড়া-সহ যাবতীয় তথ্য প্রকাশ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

কোচবিহার শিলিগুড়িতে বাস ছাড়ার সময়সূচি

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে কোচবিহার থেকে বাস ছাড়বে আগামী ৩০ মে থেকে। প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার, দুপুর ২ টো থেকে এই বাস ছাড়বে। ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট হয়ে চলবে এই বাস। ফের এই বাস দিঘা থেকে ছাড়বে মঙ্গলবার এবং শনিবার ঠিক দুপুর ২ টোয়। অন্যদিকে শিলিগুড়ি থেকে বাস ছাড়বে আগামী ২৯ মে বৃহস্পতিবার থেকে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার, বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে এই বাস ছাড়বে। রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে যাবে এই বাস। এবং দিঘা থেকে বাস ছাড়বে প্রতি শুক্রবার এবং সোমবার, দুপুর ২ টো ৩০ মিনিটে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আলিপুরদুয়ারে বাস ছাড়ার সময়সূচী

অন্যদিকে আলিপুরদুয়ার থেকে বাস ছাড়া শুরু হবে আগামী ৩১ মে শনিবার থেকে। প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার, দুপুর ২ টো থেকে এই বাস ছাড়া হবে। ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাটের উপর দিয়ে গিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছাবে বাস। পাশাপাশি দিঘা থেকে এই বাস ছাড়বে বুধবার এবং রবিবার, দুপুর ২ টোর সময়।

জলপাইগুড়িতে বাস ছাড়ার সময়সূচী

জলপাইগুড়ি থেকে বাস ছাড়বে আগামী ২৮ মে বুধবার থেকে। বিকেল ৪ টে থেকে প্রতি সপ্তাহের বুধবার এবং শনিবার করে বাস ছাড়া হবে। যা শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দিঘায় পৌঁছবে। দিঘা থেকে এই বাস ছাড়ার সময় বৃহস্পতিবার এবং রবিবার, দুপুর ২ টো ৩০ মিনিট।

মাথাপিছু ভাড়া কত?

এছাড়াও রায়গঞ্জ এবং মালদা থেকে বাস ছাড়বে যথাক্রমে আগামী ৩০ মে এবং ৩১ মে থেকে। দিঘাগামী এই বাসগুলির ভাড়া সংক্রান্ত এক বিবরণ প্রকাশ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। যেখানে বলা হয়েছে কোচবিহার থেকে দিঘা যেতে ভাড়া লাগবে ২১৬০ টাকা, কোচবিহার থেকে কলকাতা যেতে লাগবে ১৭২০ টাকা, আলিপুরদুয়ার থেকে দিঘা ২১৫০ টাকা, আলিপুরদুয়ার থেকে কলকাতা ১৭১০ টাকা, জলপাইগুড়ি থেকে দিঘা ১৯২০ টাকা, জলপাইগুড়ি থেকে কলকাতা ১৪৯০টাকা।

একমাসের জন্য বড় ছাড় ভাড়ায়!

পাশাপাশি শিলিগুড়ি থেকে দিঘা ১৮০০ টাকা, শিলিগুড়ি থেকে কলকাতা ১৩৭০ টাকা, রায়গঞ্জ থেকে দিঘা ১৩৮০ টাকা, রায়গঞ্জ থেকে কলকাতা ৯৫০ টাকা, মালদা থেকে দিঘা ১২২০ টাকা এবং মালদা থেকে কলকাতা ৭৯০ টাকা লাগবে। এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দিঘায় যাতে মানুষ খুব সহজে যেতে পারেন। তার জন্য NBSTC পক্ষ থেকে যাত্রীদের কথা মাথায় রেখে প্রথম এক মাস অর্থাৎ আগামী ১৫ জুন পর্যন্ত বাস ভাড়ায় ২৫% ছাড়া দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে কোচবিহার থেকে দিঘা যেতে ভাড়া লাগবে ১৬২০ টাকা, কোচবিহার থেকে কলকাতা যেতে লাগবে ১৩০০ টাকা লাগবে।

আরও পড়ুন: ‘মা আমি চুরি করিনি’, সিভিকের দাদাগিরিতে পাঁশকুড়ায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের! উত্তপ্ত এলাকা

অন্যদিকে আলিপুরদুয়ার থেকে দিঘা ১৬১০ টাকা, আলিপুরদুয়ার থেকে কলকাতা ১২৯০ টাকা, জলপাইগুড়ি থেকে দিঘা ১৪৫০ টাকা, জলপাইগুড়ি থেকে কলকাতা ১১২০ টাকা। শিলিগুড়ি থেকে দিঘা ১৩৬০ টাকা, শিলিগুড়ি থেকে কলকাতা ১০৬০ টাকা, রায়গঞ্জ থেকে দিঘা ১০৭০ টাকা, রায়গঞ্জ থেকে কলকাতা ৭৬০ টাকা, মালদা থেকে দিঘা ৯৪০ টাকা এবং মালদা থেকে কলকাতা ৬৩০ টাকা লাগবে।

যাত্রীরা বাসের টিকিট বুকিং করতে চাইলে কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসস্ট্যান্ড থেকে করতে পারবে। এছাড়াও অনলাইনে www.redbus.in থেকেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group