কেন পাকিস্তানকে কোটি কোটি টাকা ঋণ? ভারতের কড়া বার্তার পর মুখ খুলল IMF

Published:

IMF Loan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গত কয়েকদিন ধরে ভারতের কড়া বার্তা সহ্য করে এবার মুখ খুলল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (IMF)। হ্যাঁ, পাকিস্তানকে 1 বিলিয়ন ডলারের ঋণ (IMF Loan) দেওয়াতে শুরু হয়েছে বিতর্ক। আর তারই মাঝে IMF জানিয়েছে, পাকিস্তান সমস্ত নির্ধারিত শর্ত পূরণ করাতেই তাদেরকে ঋণ দেওয়া হয়েছে।

তবে এই ঋন এমন সময় দেওয়া হয়েছে, যখন ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমনকি এই পরিস্থিতিতে সন্ত্রাসের দেশের সীমান্তেও চরম গোলাগুলি শুরু হয়। আর ঠিক এরই মধ্যে IMF থেকে 2.1 বিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর করাতে ভারত বিষয়টি নিয়ে সরব হয়েছিল। 

ভারতের আপত্তি কোথায়?

ভারত সরকারের তরফ থেকে IMF-র এই ঋণ দেওয়াকে সন্ত্রাসের দেশকে সাহায্য করা বলেই অভিযোগ তোলা হয়। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, যে দেশ ভারতের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসী হামলা চালায়, তাদেরকে ঋণ দেওয়া মানেই সন্ত্রাসকে পরোক্ষভাবে অর্থ যোগানোর মতো।

তবে ভারতের আপত্তির পরও IMF তাদের জায়গা থেকে সরে আসেনি। IMF-র যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজ্যাক জানিয়েছেন, আমাদের বোর্ড মনে করে, পাকিস্তান সমস্ত শর্ত পূরণ করেছে। আর সে কারণেই তাদেরকে ঋণ অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারত ব্যবসার বন্ধ করার জের, বিপুল আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান! ধুঁকছে আমদানি-রফতানি

IMF-র 11 টি শর্ত

তবে এই ঋণ পাওয়ার জন্য IMF পাকিস্তানের উপর বড়সড় 11 টি শর্ত চাপিয়ে দিয়েছিল। আর সেগুলি পূরণ করাতেই ঋণের সবুজ সংকেত পেয়েছে এই কাঙালের দেশ। শর্তগুলির মধ্যে রয়েছে-

  • সংসদে 17.6 ট্রিলিয়ন টাকার বাজেট পেশ করতে হবে। 
  • বিদ্যুৎ বিলে সারচার্জ বাড়াতে হবে।
  • তিন বছরের পুরনো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
  • 2027 এর পরে অর্থনীতি নিয়ে পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
  • 2035 সালের মধ্যে সব রকমের স্পেশাল টেকনোলজি জোন এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের রেস্ট্রিকশন তুলে নিতে হবে। 

এক কথায়, ভারতের দৃষ্টিতে পাকিস্তান এখন সন্ত্রাসের আঁতুর ঘর। এমতাবস্থায় IMF এই ঋণ দিয়ে শুধুমাত্র পাকিস্তানকে সাহায্য করেনি, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার হুমকি বানিয়ে তুলেছে। এখন দেখার, ভবিষ্যতে IMF ভারতের বক্তব্যকে ঠিক কতটা গুরুত্ব দেয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join