বিক্রম ব্যানার্জী, কলকাতা: আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়ে মিলল ভাগ্যের অঙ্ক! কোটিপতি হয়ে ঘরে ফিরলেন উত্তর 24 পরগনার বাসিন্দা আনন্দ মন্ডল। জানা যায়, গত রবিবার দিল্লি বনাম গুজরাতের ম্যাচ শুরুর আগেই মাই ইলেভেন সার্কেলে (My 11 Circle) একটি টিম বানিয়েছিলেন তিনি।
আনন্দের কথায়, বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে আচমকা গাড়ি খারাপ হয়ে যাওয়ায়, চায়ের দোকানে বসেই ওই টিম তৈরি করেছিলেন তিনি। পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পর জানতে পারেন তাঁর হাতে তৈরি টিম ফার্স্ট প্রাইজ জিতেছে। হ্যাঁ, ফ্যান্টাসি টিম বানিয়েই 4 কোটি টাকা জিতেছেন ওই ভাগ্যবান।
IPL-এ টিম বানিয়েই কোটিপতি আনন্দ
খোঁজ নিয়ে জানা গেল, গত 18 তারিখ, রবিবার মাজদিয়ায় এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন উত্তর 24 পরগনার বাসিন্দা আনন্দ মন্ডল। মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাওয়া সেটিকে গ্যারেজে রেখেই চায়ের দোকানে গিয়ে বসেন আনন্দ। এরপরই অভ্যাস বশে গুজরাত বনাম দিল্লির ম্যাচে সুপরিকল্পিতভাবে একটি টিম বানান তিনি।
জানা গিয়েছে, রবির IPL ম্যাচ শুরুর আগে মাই ইলেভেন সার্কেলে গোটা টিম বানিয়ে কে এল রাহুলকে ক্যাপ্টেন ও গুজরাতের সাই সুদর্শনকে ভাইস ক্যাপ্টেন করেছিলেন আনন্দ। দুই প্লেয়ারের ভাল পারফরমেন্সের কারণে পরবর্তীতে ম্যাচ শেষে ফ্যান্টাসি অ্যাপ খুলে দেখেন কোটি টাকা জিতেছেন তিনি। ওই এক টিমেই সর্বসাকুল্যে 4 কোটি টাকার পুরস্কার ঘরে তুলেছেন আনন্দ।
জানা গিয়েছে, কোটি টাকার কথা প্রথমে সবাইকে বলতে ভয় পাচ্ছিলেন উত্তর 24 পরগনার বাসিন্দা আনন্দ, যদিও পরে সাহস বাড়িয়ে বন্ধু সঞ্জিত দত্তকে জানান গোটা বিষয়টি। আর এরপরই 19 তারিখ ব্যাঙ্কে যোগাযোগ করার পর গত বুধবার আনন্দর অ্যাকাউন্টে পুরস্কারের মোটা অঙ্ক জমা হয়েছে বলেই খবর। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে ঠিক কী করবেন তিনি?
অবশ্যই পড়ুন: ‘ভারতকে অনুরোধ করুন!’ ব্যবসা বন্ধ করায় কাকুতি মিনতি বাংলাদেশি পোশাক নির্মাতাদের
কোটি টাকা দিয়ে কী কী করবেন আনন্দ মন্ডল?
একেবারে ভগবানের কৃপায় মাই ইলেভেন সার্কেলে টিম বানিয়ে 4 কোটি টাকা জিতেছেন আনন্দ। বুধবার সেই অর্থের পুরোটাই ব্যাঙ্কে ঢুকেছে তাঁর। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে আগামী দিনে কী করার ইচ্ছা রয়েছে আনন্দ মন্ডলের? ওই যুবক জানান, বেশ কিছু স্বপ্ন রয়েছে সেগুলি পূরণ করবেন তিনি। তাছাড়াও এই বিপুল অর্থের কিছু অংশ সমাজের উন্নতিতে কাজে লাগাবেন বলেও জানিয়েছেন উত্তর 24 পরগনার ওই বিজেতা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |