পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ শনিবারেও কালবৈশাখীর বিরাম নেই! উত্তর থেকে দক্ষিণ বিগত কিছুদিন ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েই চলছে। যার জেরে একপ্রকার মিনি বর্ষার প্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গে বলা যেতেই পারে। কেমন থাকবে আজকে সারাদিনের আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৭শে মে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যেটা আগামীতে আরও ঘনীভূত ও শক্তিশালী হতে পারে। যার ফলে ২৮শে মে থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি কিছু জেলায় ভারী বৃষ্টিও হতেই পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে বলে জানানো হয়েছে। একইসাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড়বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবারেও আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে বলা যেতেই পারে। অন্তত আবহাওয়া দফতরের রিপোর্ট তেমনটাই। বলছে দক্ষিণের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাটগ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ৪০ কিমি থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সাথে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ ৪০ কিমি বেগে হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র বিদ্যুৎ সহ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |