অবিশ্বাস্য ঘটনা! আকাশে হারিয়ে যাওয়া বিমান ৩০ বছর পর ফিরল যাত্রীদের নিয়ে

Published on:

Flight 914

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ 30 বছর পর ফিরে এলো এক হারিয়ে যাওয়া বিমান! হ্যাঁ, এমনই এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। জানা যাচ্ছে, 1955 সালে মাঝ হাকাশে হঠাৎ করে এক বিমান উধাও হয়ে যায়। আর ঠিক তার 30 বছর পর অর্থাৎ, 1985 সালে সেই বিমানটি ফিরে আসে, তাও আবার যাত্রীসহ। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কি অবাক হচ্ছেন? আসলে এই অলৌকিক ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাজারো মানুষের মনে। আর এই রহস্যে মোড়া ঘটনাটি আজ ‘ফ্লাইট 914’ (Flight 914) নামে আখ্যায়িত।

শুরুটা কীভাবে হয়েছিল?

দিনটা ছিল 1955 সালের 2 জুলাই। নিউইয়র্ক সিটি থেকে প্যান অ্যাম এয়ারলাইন্সের ফ্লাইট 914 রওনা দিয়েছিল মিয়ামির উদ্দেশ্যে। সূত্র বলছে, বিমানটিতে 57 জন যাত্রী এবং 5 জন ক্রু সদস্য ছিলেন। আর বিমানটি ছিল 4 ইঞ্জিন বিশিষ্ট ডগলাস ডিসি-4, যা আমেরিকার ডগলাস এয়ারক্রাফট কোম্পানি তৈরি করেছিল। সবকিছুই ছিল পরিকল্পনামাফিক, যতক্ষণ না সেটি মাঝ আকাশে উঠে অদৃশ্য হয়ে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উধাও বিমানের খোঁজে উদ্ধারকারী দল

মাঝ আকাশে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার পর যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি কোস্টগার্ড, উদ্ধারকারী দল এবং সামুদ্রিক রাডার সবকিছুই লাগিয়ে দেওয়া হয়। ধরা হয় যে, বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে। 

কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, বিমানটির কোনোরকম ধ্বংসাবশেষ বা কোন স্ক্রু পর্যন্ত হদিশ মেলেনি। আর শেষ পর্যন্ত সরকার এটিকে দুর্ঘটনা বলেই ঘোষণা করে এবং জানায় যে, বিমানে থাকা সমস্ত যাত্রী মারা গিয়েছেন।

30 বছর পর ফ্লাইটটির অবতরণ

তবে না, এই রহস্যের দ্বিতীয় পর্ব শুরু হয় ঠিক এখান থেকে। দিনটা 1985 সালের 9 মার্চ। হঠাৎ করেই ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরের রাডারে ধরা পড়ে এক অজানা বিমান। এমনকি ট্রাফিক কন্ট্রোলাররা অবাক হয়ে যান। কারণ বিমানটি কোনও নির্ধারিত ফ্লাইট শিডিউলের মধ্যেই ছিল না।

আর সবথেকে অবাক করার বিষয়, বিমানটি অবতরণ করে পাইলট গ্রাউন্ড স্টাফকে জিজ্ঞাসা করে যে, এখন কোন সাল চলছে। আর উত্তর পেয়ে তিনি হতবাক হয়ে বলেন “ওঃ মাই গড”। এমনকি কিছুক্ষণের মধ্যেই আর কোনও কারণ না জানিয়ে তিনি ফ্লাইটটি নিয়ে উড়ে যান। তারপর থেকে সেই বিমানের আর কোনও হদিশ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ আবারও দাম কমল সোনার, রুপোর দরেও বিরাট পতন! আজকের রেট

রিপোর্ট কী বলছে?

তবে তদন্তকারীরা বারবার এই ঘটনা যাচাইয়ের চেষ্টা করেছেন। কেউ বলছে, এটি হয়তো টাইম ওয়ার্পের ফল, আবার কেউ কেউ বিশ্বাস করেন, এটি হয়তো টাইম ট্রাভেলের ঘটনা। 

কিন্তু বেশ কয়েকটি তথ্য অনুযায়ী, ফ্লাইট 914 হয়তো কোনোরকম টাইম ডাইমেনশনে ঢুকে পড়েছিল। তবে আজও আমেরিকান কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক বিমান সংস্থা এ বিষয়ে কোনোরকম স্পষ্ট ইঙ্গিত পায়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group