মেয়ের জন্মদিনের আগে কলকাতার সব রাস্তা ঠিক না হলে … আল্টিমেটাম ফিরহাদ হাকিমের

Published on:

Firhad Hakim

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে উত্তর থেকে দক্ষিণে শহরের একাধিক খারাপ রাস্তা নিয়ে বারবার অভিযোগ উঠে এসেছে মেয়রের (Firhad Hakim) দপ্তরে। রাস্তা খননের ফলে অনেক জায়গায় পরিবহন ব্যবস্থার অবনতি ঘটছে৷ এমনকি রাস্তা খারাপের কারণে একাধিক দুর্ঘটনাও ঘটেৈছে কলকাতা শহরে। বিশেষ করে বর্ষাকালে আরও বেহাল দশা দেখা যায় বেহালা, কুদঘাট, জোকা, টালিগঞ্জ, ব্রহ্মপুর জায়গায়। তবে এবার সাধারণের এই দুর্যোগ কাটাতে বড় সিদ্ধান্ত নিল মেয়র ফিরহাদ হাকিম। কাজ শেষ করার সময়সীমা জারি করলেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্ষার আগেই শেষ হবে রাস্তার কাজ!

প্রায় তিন বছর ধরে KEIIP-র আওতায় কলকাতার রাস্তার একাধিক কাজ চলছে। তবে কাজ এতটাই ধীর গতিতে চলছে যে, সব রাস্তার বেহাল অবস্থায় রয়েছে ৷ বর্ষাকালে জল-কাদায় হলে মারণ ফাঁদ তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবছর অনেক আগেই ঢুকবে বর্ষা। তাই সময়ের আগেই এবার রাস্তার কাজ শেষ করার ওপর জোর দিচ্ছে কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে বৃষ্টি শুরু হওয়ার আগেই রাস্তার কাজ শেষ করতে ফেলতে চাইছে পুরসভা। রাস্তাঘাটের হাল যাতে ঠিক থাকে, সেই বিষয়ে নিয়ে কয়েক দফা ইতিমধ্যে বৈঠক হয়েছে৷ এবার সেই নিয়েই মুখ খুললেন ফিরহাদ হাকিম।

কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম?

গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার রাস্তা মেরামত প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন যে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যেকোনও প্রকারে রাস্তার কাজ শেষ করতে হবে ৷ KEIIP এবং কলকাতা পুরনিগমের রাস্তা বিভাগ যৌথভাবে এই কাজ সম্পন্ন করার দায়িত্ব নেবে৷ রীতিমত ধমকের সুরে তিনি এদিন কেইআইআইপি ডিজির উদ্দেশ্যে বলেন, “৩১ জুলাই যে কোনোভাবে রাস্তা তৈরির কাজ শেষ করতে হবে ৷ এরপর আর কোনও কথা শুনব না৷” ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন যে, “১ তারিখ মেয়ের জন্মদিন, সেদিন পরিবারকে নিয়ে বেরোব৷ যদি একটা রাস্তা খারাপ দেখি, তাহলে ডিজি-কে সাসপেন্ড করব ৷”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, এ মাসেই জারি নিয়োগের বিজ্ঞপ্তি! SSC পরীক্ষার নিয়মে বড় বদল

এছাড়াও এদিন মেয়র ফিরহাদ হাকিম নর্দমার জল দাঁড়ানোর প্রসঙ্গ টেনে জানিয়েছেন যে, “শহরের নর্দমাগুলি থেকে ২০ লক্ষ টন পলি পরিষ্কার করা হয়েছে। প্রায়শই দেখা যায় কলকাতায় অল্প বৃষ্টি হলে নর্দমায় জল দাঁড়িয়ে যায়, রাস্তায় উঠে আসে জল। তবে এবার স্বাভাবিক বৃষ্টি হলেও এক মিনিটও জল দাঁড়াবে না। ইতিমধ্যেই খিদিরপুরে জল চলে গিয়েছে। ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে খিদিরপুরে আর জল জমে না। তবে শুধু খিদিরপুর নয়, ‌আমর্হাস্ট্র স্ট্রিট এবং ঠনঠনিয়াতেও জল দাঁড়ানো কমেছে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group