বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনৈতিক অস্থিরতা, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সিংহাসন নিয়ে কাড়াকাড়ি, বিরোধীদের নির্বাচনের জোরালো দাবি, এসবের মাঝেই এবার বিরাট দুঃসংবাদ পেল বাংলাদেশবাসী। জানা যাচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নীতির প্যাঁচে এবার আদ্যপ্রান্ত জড়িয়ে গেল বাংলাদেশ (Bangladesh)। বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, আমেরিকার আমদানি শুল্ক নীতির কারণে বাংলাদেশ সহ উন্নয়নশীল একাধিক দেশের বাণিজ্য ব্যয় আকাশ ছুঁতে চলছে বলেই আশঙ্কা।
জাতিসংঘের প্রতিবেদনে ভয়ের খবর
সম্প্রতি ট্রাম্পের শুল্ক নীতিতে জড়িয়েছে চিনের মতো একাধিক পরাশক্তি। সেই সাথেই বাংলাদেশের মতো ক্ষুদ্র অর্থনীতির দেশগুলিকেও লাল চোখ দেখিয়েছে আমেরিকা। এবার সেই সূত্র ধরেই ট্রাম্পের শুল্ক আরোপ নীতির কারণে বাংলাদেশের মতো বেশ কিছু উন্নয়নশীল দেশের বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে বলেই জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাড। তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মূলত চাপে পড়বে পোশাক ও কৃষি পণ্যের বাণিজ্য
জাতিসংঘের ওই প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সাম্প্রতিক শুল্ক নীতিকে সামনে রেখে এবার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির রপ্তানি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে। জানা যাচ্ছে, মূলত পোশাক ও কৃষি পণ্যের ক্ষেত্রে চাপ বাড়বে দেশগুলির। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের নতুন পদক্ষেপে বাংলাদেশ সহ সমগোত্রীয় উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে। বেশ কয়েকটি সূত্র বলছে, আমেরিকার এমন কড়াকড়ির পর এবার বিশ্ববাণিজ্য বৈষম্য আরও স্পষ্ট হবে।
বাংলাদেশের পোশাক ও কৃষি পণ্য রপ্তানি চরম ক্ষতির মুখে!
এমনিতেই স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত, যার জেরে ক্ষতির কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন ওপার বাংলার রেডিমেড পোশাক নির্মাতারা। এবার ভারতের কঠোর অবস্থানের মাঝে রপ্তানি নির্ভর বাংলাদেশকে বাঁচানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কেননা, ভারতের নিষেধাজ্ঞার ওপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খাড়া সরাসরি কোপাবে ওপার বাংলার অর্থনৈতিক।
অবশ্যই পড়ুন: পাকিস্তানকে সমর্থন, ভারতের ধাক্কায় কাঙাল হওয়ার পথে তুরস্ক! পতন মুদ্রা থেকে ব্যবসায়
জানিয়ে রাখি, বাংলাদেশ বহুদিন ধরেই আমেরিকার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে রয়েছে। তবে বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের এই সাম্প্রতিক শুল্ক আরোপ নীতি আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে বড়সড় ধাক্কা দেবে। UNCTAD-র হিসেব বলছে, আমেরিকার 0.3 শতাংশ বাণিজ্যিক ঘাটতির জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশের মতো দেশগুলিকে বর্তমানে 10 শতাংশ থেকে 44 শতাংশ পর্যন্ত শুল্কের বোঝা বইতে হতে পারে। সব মিলিয়ে বলাই যায়, আমেরিকার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইউনূসের বাংলাদেশের মতো একাধিক স্বাধীন রাষ্ট্রকে আর্থিক যন্ত্রণা দেবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |