সৌভিক মুখার্জী, কলকাতা: রাতারাতি বদলে গেল আস্ত এক ব্যাঙ্কের নাম (Bank Name Changed)! তাহলে কি এবার গ্রাহকদের টাকা উধাও হয়ে যাবে? অ্যাকাউন্ট নম্বর কি বদলাবে? IFSC কোড কি বদলাবে? আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গতকাল এক বিরাট ঘোষণা করেছে। জানা যাচ্ছে, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেডের নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড।
এর জেরে এখন গ্রাহকদের মনে নানারকম প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। তাহলে কি এখনই ব্যাঙ্ক থেকে নতুন পাসবুক, চেকবুক বা ডেবিট কার্ড নিয়ে আসতে হবে? নাকি পুরনো IFSC কোড বাতিল হয়ে যাবে? সবটা জানিয়ে দিচ্ছে আজকের প্রতিবেদনে।
কেন নাম পরিবর্তন করা হল?
সম্প্রতি এই ব্যাঙ্কের মুখপাত্র জানিয়েছেন, আমরা ভারতের সবথেকে পছন্দের ব্যাঙ্ক গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। মানুষ যাতে তাদের সময় এবং অর্থের সঠিক মূল্য পায়, তার জন্যই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আর এই নাম বদল শুধুমাত্র আমাদের পরিচয়ের এক সূচনা। ব্যাঙ্কিং অভিজ্ঞতা ঠিক আগের মতই থাকবে, বরং আরও উন্নত হবে।
পুরনো চেকবুক বা পাসবুক কি আগের মতই চলবে?
বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছে, ব্যাঙ্কের নাম বদল মানে গ্রাহকদের সমস্ত নথিপত্র বদলাতে হবে, এমনটা নয়। কারণ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলেছেন, শুধু নাম বদল হলে গ্রাহকদের নতুন চেকবুক বা পাসবুক নিতে হয় না। যতদিন না ব্যাঙ্ক নিজে থেকে নির্দেশ জারি করে, ততদিন ঠিক আগের মতই সবকিছু কার্যকর এবং বৈধ থাকবে।
আরও পড়ুনঃ অবিশ্বাস্য ঘটনা! আকাশে হারিয়ে যাওয়া বিমান ৩০ বছর পর ফিরল যাত্রীদের নিয়ে
IFSC কোড কি বদলাবে?
সাধারণত ব্যাঙ্কের IFSC কোডে ব্যাঙ্কের নাম থাকে। তাহলে কি এবার IFSC কোড বদলে যাবে? তবে বিশেষজ্ঞরা বলছে, IFSC কোড হঠাৎ করে পরিবর্তন হয়তো হবে না। তবে যদি কোনও পরিবর্তন করা হয়, তাহলে তা হবে ধাপে ধাপে এবং গ্রাহকদের আগেভাগে জানিয়ে দেওয়া হবে। আর যতদিন পরিবর্তন না হচ্ছে, ততদিন আগের কোডই কাজ করবে।
এ বিষয়ে আর্থিক বিশেষজ্ঞ আদিল শেঠি বলেছেন, নতুন ব্যাঙ্কে রূপান্তরের সময় সাধারণত পাসবুক বা চেকবুক এবং প্রয়োজনে অ্যাকাউন্ট নম্বরও নতুন করে দেওয়া হতে পারে। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস, এমনকি বছরে কেটে যেতে পারে। তাই গ্রাহকদের আগেভাগে কোনও চিন্তার কারণ নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |