প্রীতি পোদ্দার, কলকাতা: আন্দামানের পর অবশেষে কেরলে ঢুকল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের বর্ষা (Weather Update) সংক্রান্ত শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরলে বর্ষা প্রবেশ করল আজ। যেটি কিনা গত ১৬ বছরে কোনোদিনও এমন বর্ষার তড়িঘড়ি আগমন ঘটেনি দেশে। শেষ বার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল ২০০৯ সালে। সাধারণত কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন। কিন্তু এবছর এত আগে বর্ষা ঢুকে পড়বে ভাবতে পারেনি কেউই। আর তাতেই প্রশ্ন উঠছে বঙ্গের পালা কবে?
বঙ্গে কবে ঢুকবে বর্ষা?
যদিও কেরলে বর্ষা ঢুকে পড়লেও রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগাম প্রবেশের সম্ভাবনা আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে আগাম বর্ষা প্রবেশ করা মানে বাংলাতেও এমন হবে তা নয়। আপাতত বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সে দিকে নজর রেখেছেন আবহবিদেরা। আগামী মঙ্গলবারের মধ্যে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার ফলে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কোথায় বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। রোদের দেখা নেই বললেই চলে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ইতিমধ্যে হয়েই চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে।
কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। সেই সঙ্গে বইতে পারে দমকা বাতাস। তবে বাতাসের গতি থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা। কালবৈশাখীর আপাতত কোন সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই কারোর। আগামী শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: কর নিয়ে চিন্তার দিন শেষ! পঞ্চায়েতগুলোকে বিরাট নির্দেশ নবান্নর
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ অর্থাৎ শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির মেজাজও দেখা যাবে। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। এদিকে, অসম, মেঘালয়, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্নাটক, তামিলনাড়ু, পণ্ডিচেরি ও করাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |