কেন বাতিল করা হয় সিন্ধু জল বন্টন চুক্তি? পাকিস্তানের মুখোশ খুলে কারণ জানাল ভারত

Published on:

New Delhi explains reason for canceling Indus Water Treaty with Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ টেনে ছিড়ে দিল ভারত! সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Water Treaty) নিয়ে ইসলামাবাদকে সত্যের পথ দেখালো দিল্লি! সাম্প্রতিক সময়ে, 26 জন নিরীহ ভারতীয়র মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছে কেন্দ্র। এদিকে নিজের অপকর্মের কারণে বড় ধাক্কা পেতেই ভারতের বিরুদ্ধে একের পর এক কুৎসা ছড়াচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তান। এবার সেই মিথ্যাচারকে ধুয়ে মুছে সাফ করে দিল রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবারও পাকিস্তানের মুখোশ খুলল ভারত!

এর আগে বহুবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে চেপে ধরতে চেয়েছিল পাকিস্তান, তবে কোনও বারই সেই সুযোগ হয়নি সন্ত্রাসবাদের আশ্রয়দাতার। তবে অভ্যাস কি বদলায়? ভারতের তরফে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করতেই গোটা বিশ্বকে ন্যাকা কান্না কেঁদে দিল্লির বিরুদ্ধে ভুল বুঝিয়ে গিয়েছে ইসলামাবাদ। শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে সেই সিন্ধু জলচুক্তি নিয়ে দিল্লির বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাকিস্তানের প্রতিনিধি। কিন্তু তা ধোপে টিকল কই?

এদিন পাকিস্তানের মিথ্যাচার প্রকাশ্যে আনতে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রতিনিধি পার্বথানেনী হরিশ জানান, পাকিস্তানের ওপর আস্থা ও বিশ্বাস থেকেই 65 বছর আগে এই চুক্তি করেছিল ভারত। যেখানে উল্লেখ করা হয়েছিল, চুক্তিটি সদিচ্ছা ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে। কিন্তু পাকিস্তান সেই বিশ্বাস, ভরসা ও বন্ধুত্বের মান রাখেনি। অন্তত সাড়ে 6 দশক ধরে পাকিস্তান ওই চুক্তি অবমাননা করে এসেছে। এতদিনে ভারতে 3টি যুদ্ধজাহাজ ও হাজার হাজার সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। যার কবলে পড়ে গত চার দশকে প্রায় 20 হাজার নিরীহ ভারতীয়র মৃত্যু হয়েছে। 22 এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলা সেগুলিরই প্রমাণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুক্রবার সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে পাকিস্তানের মুখোশ খোলার পাশাপাশি পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সাম্প্রতিক সময় পাকিস্তান যে মিথ্যার চাদর তৈরি করেছিল তাও ছিড়ে দিয়েছেন ভারতীয় প্রতিনিধি। এদিন পাকিস্তানের মিথ্যাচার সম্পর্কে কথা বলতে গিয়ে হরিশ বলেন, পাকিস্তান ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। পাকিস্তানের প্রতিনিধিরা ভুয়ো তথ্য দিচ্ছেন। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদদ দেয় তারা।

যার জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে দিয়েছে ভারত। কিন্তু সে ক্ষেত্রেও যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের তরফে শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য বানিয়ে হামলা চালানো হয়েছিল, এদিকে পাকিস্তান বেছে বেছে সীমান্তবর্তী অঞ্চলগুলির নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়েছে। সবশেষে হরিশ বলেছিলেন, এই সন্ত্রাসবাদ দমন না করলে ভবিষ্যতে গোটা বিশ্বকে এর ফল ভোগ করতে হবে।

অবশ্যই পড়ুন: ক্ষমতা ব্যবহার করে নিজ সংস্থাকে সুবিধা! ইউনূসই এখন বাংলাদেশের মেন কালপ্রিট

প্রসঙ্গত, নিজেদের অপকর্মকে ভুলে গিয়ে সিন্ধু জল বন্টন চুক্তি যাতে বাতিল না করা হয়, সেজন্য দিল্লিকে চিঠি দিয়েছে ইসলামাবাদ। তবে কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রক্ত আর জল একসাথে বইতে পারে না! এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরিষ্কার জানিয়ে দেন, সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিতই থাকবে!

পাকিস্তানের সাথে এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীর ও সন্ত্রাসবাদ সমস্যা মেটানো ছাড়া অন্য কোনও তৃতীয় বিষয়ে আলোচনা করতে রাজি নয় ভারত। সব মিলিয়ে বলাই যায়, সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর সমস্যা না মিটলে সিন্ধু জলবন্টন চুক্তির স্থগিতবস্থা থেকে সিলমোহর তুলবে না নয়া দিল্লি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group