প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের স্বার্থে একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে। সুযোগ-সুবিধা উন্নত করার জন্য তাদের জন্য বিশেষ ভাবনাও এবার বাস্তবায়িত করল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এবার স্টেশনে বসেই করানো যাবে মাসাজ, বডি রিলাক্সেশন। এমনকী, প্রয়োজনীয় জিনিস লকারে রেখে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শুধু তাই নয় ব্লু এবং গ্রিন লাইন করিডোর বরাবর এসপ্ল্যানেড স্টেশন এবং হাওড়া স্টেশনে বেশ কিছু যাত্রী বান্ধব সুবিধা চালু করা হয়েছে।
রিলাক্সেশন চেয়ার ও ডিজিটাল লকারের ব্যবস্থা
মেট্রোয় যাত্রীদের আরও উন্নত পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দিতে নতুন পদক্ষেপ করল কলকাতা মেট্রো। গতকাল, শুক্রবার থেকে হাওড়া (সবুজ লাইন) ও এসপ্ল্যানেড (নীল লাইন) মেট্রো স্টেশনে চালু করা হল ডিজিটাল লকার, রিলাক্সেশন চেয়ার-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এই পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি। গতকাল হাওড়া স্টেশনে দুপুর ১২টা ৪০ মিনিটে উদ্বোধন হয় এবং এসপ্ল্যানেড স্টেশনে উদ্বোধন হয় দুপুর ১টা ১৫ মিনিটে।
কম খরচে একাধিক সুবিধা
জানা গিয়েছে, অনেকসময় দেখা যায় অতিরিক্ত কোনও জিনিসপত্র গন্তব্যে নিয়ে যেতে গেলে বেশ সমস্যায় পড়েন যাত্রীরা। এদিকে নিরাপত্তার অভাবে সেই অতিরিক্ত জিনিস কোথাও রেখে দেওয়া যায় না। তাই সেই সমস্যা নির্মূল করতে মেট্রো কর্তৃপক্ষ ডিজিটাল লকার নিয়ে এসেছে। সামান্য খরচে এই ডিজিটাল লকারে তাদের জিনিসপত্র রেখে যেতে পারবেন। ১২ ঘণ্টার জন্য মোবাইল আসা OTP- র মাধ্যমে রাখা যাবে জিনিসপত্র। শুধু তাই নয়, ঘণ্টার পর ঘণ্টা একটানা ট্রাভেলের ফলে বয়স্ক থেকে শুরু করে জোয়ানদের শরীরে ক্লান্তিভাব চলে আসে, সেক্ষেত্রে শরীরকে রিলাক্সেশন করতে নিয়ে আনা হয়েছে রিলাক্সেশন চেয়ার।
আরও পড়ুন: কর নিয়ে চিন্তার দিন শেষ! পঞ্চায়েতগুলোকে বিরাট নির্দেশ নবান্নর
মেট্রো কর্তৃপক্ষের এই দুই নয়া ব্যবস্থায় আপ্লুত মেট্রো যাত্রীরা। জানা যাচ্ছে এই অত্যাধুনিক পরিষেবা ভবিষ্যৎ-এ দক্ষিণেশ্বর, রবীন্দ্রসদন এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে দেখা যাবে। যদিও এই পরিষেবা এই প্রথম নয়, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক পরিষেবা চালু রয়েছে। যেমন-ফুট মাসাজিং, বডি মাসাজিং, ফুড কর্নারের মতো একাধিক পরিষেবা। আর এবার মেট্রো স্টেশনে মিলবে আরও বড় সুযোগ সুবিধা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।