মে মাসের শেষ সপ্তাহে খুলে যাবে কপাল! লটারিতে লক্ষ্মীলাভ এই রাশিদের

Published on:

These 7 zodiac signs should not Buy Lottery in the last week of May

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন নিয়ম করে লটারি (Lottery) কেটেও হচ্ছে না কোনও সুরাহা! এমন অনেকেই রয়েছেন যাঁরা লটারি কাটার বিষয়টিকে একেবারে অভ্যাসে পরিণত করেছেন। আবার এমনও অনেকেই রয়েছেন যাঁরা অর্থহানির আশঙ্কায় লটারি কাটতেই ভয় পান। কিন্তু বিষয়টা কিছুটা ভিন্ন।

আসলে নিয়মিত লটারি কাটলেই যে ভাগ্য ফিরবে তেমনটা নয়, আবার লটারি কাটলেই যে বিপদের মুখে পড়তে হবে তেমনও কোনও কথা নেই। সহজ ভাষায় বলতে গেলে, লটারি ভাগ্য নির্ভর করে রাশিচক্রের ওপর। জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রতিমাসেই কোনও না কোনও রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি থাকে। এ মাসেও সেই নিয়মের অন্যথা হবে না।

অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে, মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে বেশ কিছু রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে। আবার বেশ কিছু রাশির ব্যক্তিদের অর্থহানিও সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে! আপনার রাশির ভাগ্য কেমন হবে? জেনে নিন।

বৃষ রাশি

মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় চলবে। এই সময়ে লটারি থেকে কোটি টাকা ঘরে তোলার সুযোগ রয়েছে বৃষের জাতক-জাতিকাদের। তবে হ্যাঁ, লটারি কাটার ইচ্ছে থাকলে সপ্তাহের প্রথমভাগ এবং মধ্যভাগ সবচেয়ে সেরা সময় হতে চলেছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের মে মাসের শেষ সপ্তাহের প্রথম ভাগ এবং মধ্যভাগ বেশ ভাল যাবে। তবে শেষের দিকে একেবারেই লটারির দিকে ঝুঁকবেন না।

বৃশ্চিক রাশি

মে মাসের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্য ফিরতে পারে। এই সময়ে মূলত লটারি থেকে মোটা টাকা ঘরে তোলার সুযোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য মে মাসের শেষ সপ্তাহ বেশ ভাল। এই সময়ে লটারি কেটে অর্থ প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে মকরের সকল জাতক-জাতিকাদের।

কুম্ভ রাশির ভাগ্য কেমন?

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য চলতি মাসের শেষ সপ্তাহের একেবারে শেষ দিকটা বেশ শুভ হতে চলেছে। তবে লটারি কাটার আগে অবশ্যই সচেতন থাকা জরুরি।

লটারি ভাগ্য নেই এই 7 রাশির

মেষ

চলতি মাসের শেষ সপ্তাহে মেষ রাশির ভাগ্যে কোনও লটারি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে না। তবে লটারি কাটার খুব ইচ্ছে থাকলে শেষ সপ্তাহের একেবারে শেষ ভাগে একটা চেষ্টা করে দেখতে পারেন।

মিথুন

মিথুন রাশির ব্যক্তিদের জন্য মে মাসের শেষ সপ্তাহ একেবারেই শুভ নয়। এই সময়ে লটারি থেকে চরম আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই যতটা সম্ভব এই সময়ে লটারি এড়িয়ে চলুন।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জন্য মে মাসের শেষ সপ্তাহে আয় এবং ব্যয়ের অনুপাত সমান হবে। তাই খুব ভেবে চিন্তে লটারি কাটার দিকে এগোবেন।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য শেষ সপ্তাহটা খুব একটা ভাল যাবে না। এই সময়ে লটারিতে অর্থহানির সম্ভাবনাই প্রবল। তাই সচেতন থাকুন।

কন্যার ভাগ্য কেমন?

কন্যা রাশির ব্যক্তিদের জন্য চলতি মাসের শেষ সপ্তাহ একেবারেই শুভ নয়। এই সময়ে লটারি কেটে বিপদ ডেকে আনবেন না। যতটা পারবেন লটারি থেকে বিরত থাকুন।

ধনু রাশি

ধনু রাশির ভাগ্যে এ মাসের শেষ সপ্তাহে লটারি প্রাপ্তি নেই। তাই বৃথা চেষ্টা করে অর্থের অপব্যবহার করবেন না। লটারির বদলে অন্য কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন! সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

অবশ্যই পড়ুন: বাদ শামি, ৮ বছর পর টিম ইন্ডিয়ায় ধোনির সতীর্থ! ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের জন্য দুঃসংবাদ! চলতি মাসের শেষ সপ্তাহে মীনের লটারিযোগ নেই, বরং অর্থহানির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই লটারি থেকে বিরত থাকবেন।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নী সংক্রান্ত বিষয়ে একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥