সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবারো আলোচনার শিরোনামে। এবার তার টার্গেট শুধুমাত্র অ্যাপল নয়, Samsung-ও। সম্প্রতি হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প সাফ জানিয়েছেন, যে কোম্পানি হোক না কেন, যদি আমেরিকায় ফোন না তৈরি করে, তাহলে তাদের 25% আমদানি শুল্ক দিতে হবে।
এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি অ্যাপল এবং Samsung-র মতো কোম্পানিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তবে হ্যাঁ, শুধুমাত্র মুখে হুঁশিয়ারি নয়, এবার কাজেও করে দেখাতে চাইছেন তিনি। আমেরিকাকে “Made in USA” নীতির মাধ্যমে শিল্পায়নের পথে ফেরাবেন এবার ট্রাম্প।
Made in USA না হলে কোনও ছাড় নেই
ট্রাম্প সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, আমি আগেই অ্যাপল সিইও টিম কুককে জানিয়েছি, যে সমস্ত iPhone আমেরিকায় বিক্রি হবে, সেগুলি আমেরিকাতেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোনও দেশে নয়। নাহলে অ্যাপলকে অতিরিক্ত 25% ট্যাক্স গুনতে হবে।
আর এই এক ঘোষণার জেরে বিরাট ধাক্কা খেয়েছে অ্যাপল। সুত্র বলছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কোম্পানির 2.6 শতাংশ শেয়ার তলানিতে ঠেকেছে। এমনকি প্রায় 70 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল হারিয়েছে এই কোম্পানি।
ভারতে তৈরি হচ্ছে iPhone
চিন এবং আমেরিকার মধ্যে চলতে থাকা বাণিজ্য যুদ্ধের জেরে অ্যাপল ধীরে ধীরে ওখান থেকে ভারতে নিজেদের ব্যবসা পাকাপোক্ত করতে চাইছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, এবার থেকে আমেরিকায় বিক্রি হওয়ার সমস্ত iPhone ভারতেই তৈরি হবে।
আর এমতাবস্থায় ট্রাম্প যে চুপ থাকবে না তা সবাই আঁচ করতে পেরেছিল। সেজন্যই তিনি সাফ জানিয়েছেন, আমেরিকান মার্কেটের জন্য ফোন হলে সেটি শুধুমাত্র আমেরিকায় তৈরি করতে হবে। অন্য কোনও দেশে নয়।
আরও পড়ুনঃ ইন্ডাসইন্ড ব্যাঙ্কে প্রচুর ইন্টার্ন নিয়োগ! ট্রেনিং করিয়ে চাকরি, মাসে মিলবে মোটা স্টাইপেন্ড
Samsung-র বর্তমান পরিস্থিতি কীরকম?
তবে অ্যাপলের তুলনায় Samsung-র বিষয়টা একটু আলাদা। এই সংস্থা 2019 সালে তাদের শেষ চায়না ফোন প্ল্যান্টে ইতি টেনেছিল। আর বর্তমানে তাদের স্মার্টফোনগুলি ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে তৈরি হয়। তবে চিনের উপর কোনোরকম নির্ভরশীল না হলেও ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যে কোম্পানি আমেরিকাতে ফোন তৈরি করবে না, তাকে অতিরিক্ত 25% শুল্ক দিতে হবে। অর্থাৎ, Samsung-র ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |