টিম ইন্ডিয়ায় কবে এন্ট্রি হচ্ছে বৈভব সূর্যবংশীর? দিনক্ষণ জানিয়ে দিলেন কোচ

Published on:

Vaibhav Suryavanshi will be in India's senior T20 team within two years, claims his coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে জয় দিয়েই প্লে অফের আগেই বিদায় নিয়েছে সঞ্জু স্যামসন বাহিনী। তবে আপাতত লিগ থেকে ফুটলেও আলোচনায় রয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। হ্যাঁ, কার্যত হতশ্রী পারফরমেন্স সত্ত্বেও বারংবার শিরোনামে উঠে আসছে রাজস্থানের নাম, কারণটা অবশ্য 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় অভিষেক হতেই রাজস্থানের জার্সি গায়ে বৈভব প্রমাণ করেছেন, ক্রিকেটের কোনও বয়স হয় না। সেই সাথেই IPL যে বড়দের খেলা, সেই ভুল ধারণাও একেবারে গুঁড়িয়ে দিয়েছেন বিহারের এই ভূমিপুত্র। গোটা IPL 2025 সিজনে দল সাফল্য না পেলেও, জাতের খেলা দেখিয়ে ভারতের অনূর্ধ্ব-19 দলের ইংল্যান্ড সফরে জায়গা হয়ে গিয়েছে বৈভবের। এখন অপেক্ষা ভারতের প্রধান দল অর্থাৎ সিনিয়রদের সাথে খেলার! আগামী 2 বছরের মধ্যে সেই স্বপ্নও পূরণ হবে সূর্যবংশী ভক্তদের! উঠল তেমন দাবিই।

আগামী 2 বছরের মধ্যেই সিনিয়র দলের জায়গা পাবেন বৈভব?

বৈভবের সাম্প্রতিক পারফরমেন্স দেখে বোঝার উপায় নেই তাঁর বয়সটা মাত্র 14 বছর। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে হালকা ঝলক দিয়ে গুজরাতের বিপক্ষে দর্শকদের গোটা শো দেখিয়েছেন সূর্যবংশী। এই বাঁহাতি ব্যাটসম্যানের দাপটেই ঘুম উড়েছে বিশ্বের বহু তাবড় তাবড় বোলারের। শুভমন গিলদের বিপক্ষে বৈভবের সেই 35 বলে দুরন্ত শতরানের স্মৃতি এখনও মনে সাজিয়ে রেখেছেন ভক্তরা। এবার সেই পারফরমেন্সকে সামনে রেখেই বড় দাবি করলেন তাঁর কোচ অশোক কুমার বিশ্বাস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: জাতীয় দলের এই ৩ তুখড় ফুটবলারকে সই করিয়ে নিতে চাইছে মোহনবাগান

সম্প্রতি বিহারের সিনিয়র দল ও অনূর্ধ্ব-19 দলে বৈভব সূর্যবংশীকে কোচিং করানো অশোক কুমার বিশ্বাস জানিয়েছেন, 14 বছরের কিশোর বৈভব আর দু বছরের মধ্যেই ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলে খেলার সুযোগ পাবে। এর জন্য তাঁকে তাঁর ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে আরও বেশি মনোযোগী হতে হবে। জানা যাচ্ছে, এক জনপ্রিয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বৈভবের ওই কোচ জানিয়েছেন, ছোটবেলা থেকেই একা হাতে দলকে ম্যাচ জেতানোর অভ্যাস রয়েছে ওর, যা গুজরাতের ম্যাচ দেখেই বোঝা গিয়েছিল।

এরপরই বৈভবের কোচ অশোক বলেন, রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর স্যার সেখানে উপস্থিত ছিলেন, এ জন্যই ওর ব্যাটিং এতটা উন্নত হয়েছে। সাদা বলে নিজেকে তৈরি করছে বৈভব। মাত্র 3 মাসের মধ্যে নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। ওর ক্রিকেট অনেকটাই উন্নত হয়েছে। পরিস্থিতি বুঝতে শিখেছে বৈভব। একথা বলতে বলতেই আচমকা বৈভবের কোচ অশোক বলে বসেন, আমার যা মনে হচ্ছে, বৈভব যদি নিজের ফিটনেস, ফিল্ডিং, সর্বোপরি ক্রিকেটে আরও বেশি মনোযোগী হয় সে ক্ষেত্রে আগামী 2 বছরের মধ্যেই ও ভারতের সিনিয়র টি টোয়েন্টি দলে জায়গা পেয়ে যাবে। হয়তো BCCI ওকে একটা সুযোগ দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group