ফের চোখ রাঙাচ্ছে করোনা! থাবা বসালো কলকাতায়, বাংলায় মোট কজন আক্রান্ত?

Published on:

coronavirus

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের করোনা সংক্রমণ (Covid 19 Cases) ছড়িয়ে পড়ল বিশ্ব জুড়ে। হংকং, চিন, সিঙ্গাপুরের পর এবার ভারতেও লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ। অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে ২৭। ফিরছে মাস্ক, স্যানিটাইজার। তবে কি ফের লকডাউন হওয়ার পথে গোটা বিশ্ব? ভাবতে হচ্ছে আমজনতাকে। আর এই আবহে বাংলাতেও হানা দিল করোনার ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার হাসপাতালে দুই রোগীর করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সরকারি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, গুজরাাটে গতকাল ৩৩ সক্রিয় করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ এ। অন্যদিকে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে ৫ করোনা রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে ৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও পর্যন্ত ভারতে দুটি করোনা ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। একটি হল NB.1.8.1 এবং অন্যটি হল LF.7। তবে এইসব ভ্যারিয়েন্ট তেমন বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যত স্যাম্পল টেস্ট করে পজিটিভ পাওয়া গিয়েছে তাদের অর্ধেকই হল JN 1 ভ্যারিয়ান্ট।

ডায়মন্ড হারবারে করোনা আক্রমণ

সম্প্রতি সংবাদমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার দুই বাসিন্দার শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আক্রান্তদের মধ্য একজন কিশোর, অন্যজন বছর কুড়ির তরুণী। দু’জনই শ্বাসকষ্ট নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হয়েছিল। রোগের কারণ জানতে করা হয় সোয়াব টেস্ট। তাতেই দুজনে করোনা পজেটিভ ধরা পড়েন। সংক্রমণের এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের জানানো হয়েছে। মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারিও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ফের দেশ জুড়ে মাথাচাড়া দিচ্ছে করোনা! বাড়ছে আক্রান্তের সংখ্যা, বড় নির্দেশিকা কেন্দ্রের

সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের

তবে শুধু ডায়মন্ড হারবার নয়, কলকাতাতেও ২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে এক প্রসূতি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই প্রসূতি। অন্যদিকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালকও করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদিকে পরিস্থিতি দেখে এখন থেকেই সচেতন হতে বলছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের আরও বেশি করে করোনা পরীক্ষা করানো হোক।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group