ভোটে দাঁড়াবেন BSF জওয়ান পূর্ণম কুমারের স্ত্রী! কোন দলের হয়ে? নিজেই জানালেন রজনী

Published on:

BSF Jawan Purnam Shaw

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই রিষড়ায় নিজের এলাকায় ফিরলেন পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (BSF Jawan Purnam Shaw)। ঘরের ছেলে বাড়ি ফিরতেই আনন্দ যেন ১৬ আনা বেড়ে গেল সকলের। স্বামী পাকিস্তানে বন্দি থাকাকালীন স্বামীর সুস্থতা কামনা করতে করতেই এবং সকলের দরবারে তাঁকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছিল জওয়ানের স্ত্রী রজনী সাউ। কিন্তু এবার তাঁর গলায় শোনা গেল রাজনৈতিক দলে যোগদানের সুর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজনীতিতে যোগ দেবে জওয়ানের স্ত্রী!

যেই সময় বাংলা নিবাসী ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ- চিরশত্রু পাকিস্তানের দেশে বন্দি অবস্থায় ছিল সেই সময় রীতিমত কান্নায় ভেঙে পড়েছিল সেনার পরিবার। ঘরের ছেলে না ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সময় সব রাজনৈতিক দলের লোকই পূর্ণমের বাড়িতে এসেছেন। তাঁর স্ত্রীয়ের সঙ্গে কথা বলে সকলে ভরসা রাখার কথা জানিয়েছেন। এদিকে এত রাজনৈতিক দলের আনাগোনা নিয়ে জল্পনা দানা বাঁধতে থাকে। প্রশ্ন ওঠে তবে কি আগামী নির্বাচনে কোনও দলের হয়ে ভোটে দাঁড়াবেন জওয়ানের স্ত্রী। তবে এবার সেই জল্পনাকে উস্কে দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণমের স্ত্রী রজনী।

কী বলছেন জওয়ানের স্ত্রী?

এদিন সেনা জওয়ান পূর্ণমকে সকলে রাশি রাশি শুভেচ্ছা প্রদান করেছেন। তা নিয়ে রজনী বলেন, “খুব ভাল লাগছে আমার স্বামীকে সবাই শুভেচ্ছা জানাচ্ছে। আমার রামজি ঘরে ফিরে এসেছেন। আর কি চাই।” এরপরই রাজনৈতিক দলে যোগদানের প্রসঙ্গ ওঠে। তখনই তিনি বলেন, “আমিও খবর পাচ্ছি কিছু একটা হবে। কিন্তু আমি পরিবার নিয়ে খুব খুশি। তাই এসব নিয়ে ভাবতে চাই না একদমই।” এরপরই তাঁকে জিজ্ঞাসা করা হয় যে কোনো দল এইমুহুর্তে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না? তার উত্তরে রজনী জানান এখনও তাঁর কাছে কোন প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে তখন দেখা যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: এসপ্ল্যানেড থেকে নিউ গড়িয়া হয়ে এয়ারপোর্ট! চালু হচ্ছে কলকাতার প্রথম মেট্রো রিং

এদিকে গতকাল, পাকিস্তান ফেরৎ বিএসএফ জওয়ান পূর্নম সাউ-এর সঙ্গে দেখা করলেন শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সংবাদ মাধ্যমে তিনি স্পষ্ট জানান, “কোনও কৃতিত্ব নিতে আসিনি, কর্তব্য পালন করার জন্যই তিনি পূর্ণমের হুগলির বাড়িতে এসেছেন। প্রথম দিন থেকে আমরা ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। অনেকে তো কৃতিত্ব নিতে আসে। আমরা চেয়েছিলাম পূর্নম সুস্থ ভাবে দেশে ফিরে আসুক। আর সেটাই হয়েছে।” তবে পূর্ণমের রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও জল্পনামুক্ত হয়নি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group