বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বিদ্রোহীদের হাতে প্রাণ গেল পাক সেনার! জানা যাচ্ছে, এবার করাচিকে নিশানা বানিয়ে পাকিস্তান সেনাবাহিনীর (Pakistan Army) কনভয়ে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তানের এক বিদ্রোহী গোষ্ঠী।
সূত্রের খবর, করাচি থেকে কোয়েটা যাওয়ার পথে জাতীয় সড়কের ওপর ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় পাক সেনার 3টি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় কমপক্ষে 32 জন সেনা জাওয়ানের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ চলছে বলেই খবর।
পাক সেনাকে নিশানায় রেখেছিলেন বিদ্রোহীরা
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, পাকিস্তান সেনাবাহিনীর কিছু সদস্য ও অফিসাররা যে করাচি থেকে কোয়েটা যাবেন সে খবর নাকি আগে থেকেই ছিল বিদ্রোহীদের কাছে। জানা যায়, করাচি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতেই হাইওয়ের ওপর পাক সেনার কনভয়ে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। যার জেরে 32 জনের মৃত্যুর পাশাপাশি একাধিক সেনার আহত হওয়ার খবর আসছে।
সদ্য প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরেই করাচিতে পাকিস্তানি সেনার ওপর হামলা চালানোর ছক কষছিল ওই দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ঠিক কোন সময়ে করাচি থেকে সেনা কনভয় বেরোবে সেই খবর আগে থেকেই ছিল তাদের কাছে।
সেই মতোই নাকি তৈরি ছিল সমস্ত অস্ত্রশস্ত্র। নির্ধারিত সময়ে পাক সেনারা গাড়ি নিয়ে বের হতেই তাদের ওপর জোরালো হামলা চালায় পাকিস্তানের এক অজ্ঞাত সন্ত্রাসী গোষ্ঠী।
অবশ্যই পড়ুন: কন্যাশ্রী কাপ ফাইনাল নিয়ে অশান্তি পাকাল ইস্টবেঙ্গল! আদৌ হবে ম্যাচ?
উল্লেখ্য, এই হামলার নেপথ্যে ঠিক কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে পাক গোয়েন্দা সংস্থা। তবে যা খবর, ঠিক কোন বিদ্রোহী গোষ্ঠী হামলা চালাতে পারে তা এখনও অনুমান করা যায়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |