বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫ কারেন্সি, তালিকায় আছে ভারত?

Published on:

Top 5 strongest currencies in the world

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যেক দেশের মুদ্রা সেই দেশের অর্থনীতির প্রতিফলন ঘটায়। বিশ্ববাজারে যে মুদ্রার মূল্য যত বেশি হবে তার জনপ্রিয়তাও বাড়বে ততটাই। বর্তমানে বিশ্বের 195টি দেশে ব্যবহৃত 180টি জাতিসংঘ স্বীকৃত মুদ্রার মধ্যে মূল্য ও অর্থনৈতিক শক্তির দিক থেকে মাত্র কয়েকটি দেশের মুদ্রাই (Top 5 Strongest Currencies) বিশ্ব বাজারে শীর্ষস্থান পেয়েছে অর্থাৎ তালিকার একেবারে মগডালে রয়েছে। জানিয়ে রাখি, 2025 আর্থিক বছরে মোট 5 দেশের মুদ্রা বা কারেন্সি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী। তালিকায় কোন কোন দেশ? ভারত আছে? দেখে নিন।

তালিকার প্রথমে কুয়েত

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার। হ্যাঁ, মূলত তেল রাষ্ট্রটির বিরাট তেলের মজুদ, শক্তিশালী অর্থনীতি ও করমুক্ত ব্যবস্থার কারণে দেশটির মুদ্রা বিশ্ব বাজারে সবচেয়ে মূল্যবান। বলা বাহুল্য, প্রতি বছর বহু ভারতীয় কুয়েত থেকে কারি কারি কুয়েতি দিনার রোজগার করে নিয়ে আসেন।

তালিকায় দ্বিতীয় বাহরাইনের সরকারি মুদ্রা

অর্থনীতি সংক্রান্ত বেশ কয়েকটি রিপোর্ট জানাচ্ছে, বর্তমান বিশ্বে বাহরাইনি দিনার বা BHD বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মুদ্রা। আসলে এটি বাহরাইনের সরকারি মুদ্রা।

তৃতীয় স্থানে ওমানি রিয়াল

ওমানি রিয়াল আসলে ওমানের সরকারি মুদ্রা। জানলে অবাক হবেন, সৌদি আরবের এই প্রতিবেশীর ওমানি রিয়াল বিশ্ববাজারে ব্যাপক জনপ্রিয়। আর সেই কারণেই সবচেয়ে মূল্যবান অর্থাৎ দামি কারেন্সিগুলির তালিকায় তৃতীয় স্থানে জায়গা পেয়েছে এই ওমানি রিয়াল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

4 নম্বরে কোন দেশ?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দামি মুদ্রাগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে 1950 সালে প্রবর্তিত জর্ডানিয়ান দিনার বা JOD। মূলত স্থির বিনিময়ে এবং বৈচিত্র্যময় অর্থনীতির কারণে এই মুদ্রা বিশ্ব বাজারে বিরাট জনপ্রিয়তা পেয়েছে।

জিব্রাল্টার পাউন্ড

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, গুগল ফাইন্যান্স বলছে, জিব্রাল্টারের সরকারি মুদ্রা জিব্রাল্টার পাউন্ড বিশ্বের পঞ্চম শক্তিশালী ও দামি মুদ্রা। জানলে চমকে যাবেন, 1 জিব্রাল্টার পাউন্ড সমান ভারতের 115.23 টাকা।

অবশ্যই পড়ুন: করাচিতে পাকিস্তানি সেনার কনভয়ে ভয়াবহ হামলা! মৃত ৩২, আরও বাড়তে পারে সংখ্যা

উল্লেখ্য, বেশ কয়েকটি অর্থনীতি সংক্রান্ত রিপোর্ট মারফত খবর, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কারেন্সিগুলির তালিকায় প্রথম দশে নেই ভারতীয় রুপি। যার মূল্য, 1 আমেরিকান ডলার সমান 85.17 টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥