বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যবসা বন্ধ হবে Jio, Airtel-র! ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL নিয়ে এসেছে বাজার কাঁপানো রিচার্জ প্ল্যান। ভারতের এই সরকারি নেটওয়ার্ক সংস্থাটি তাদের 9 কোটি গ্রাহকের জন্য একটি বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যেখানে প্রতিদিন আনলিমিটেড কলিং, আনলিমিটেড ইন্টারনেট, দৈনিক SMS সহ আরও একাধিক মন ভাল করার সুবিধা থাকছে। দাম?
গ্রাহকদের পকেটের অবস্থা মাথায় রেখে, এই রিচার্জ প্ল্যানটি বাজারে এনেছে BSNL। জানা যাচ্ছে, প্রতিদিন মাত্র 6 টাকা খরচ করেই একেবারে এক বছরেরও বেশি আনলিমিটেড কলিং, হাই স্পিড ইন্টারনেট সহ অন্যান্য সব সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
BSNL-র 13 মাসের আকর্ষণীয় রিচার্জ প্ল্যান
জানিয়ে রাখি, ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL তাদের গ্রাহকদের সুবিধার্থে প্রতিদিন 6 টাকা মূল্যের একটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। যেখানে মূলত, দৈনিক 2GB করে ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS-র সুবিধা থাকছে। একই সাথে, Jio ও Airtel সুই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থার মতোই অতিরিক্ত সুবিধা হিসেবে বিআইটিভিতে 350টিরও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছে।
মাত্র 6 টাকায় কীভাবে?
ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL জানিয়েছে, গ্রাহকদের পকেটের কথা চিন্তা করেই মূলত দৈনিক 6 টাকা খরচের হিসেবে 13 মাসের বৈধতাযুক্ত এই প্ল্যান নিয়ে হাজির হয়েছে তারা। জানিয়ে রাখি, দৈনিক 2GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS ও বিআইটিভি সহ OTT সুবিধা যুক্ত এই প্যানের দাম রাখা হয়েছে 2399 টাকা। অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করতে প্রতিমাসের হিসেবে 184 টাকা অর্থাৎ দৈনিক 6 টাকা করে খরচ হচ্ছে গ্রাহকদের।
অবশ্যই পড়ুন: লণ্ডভণ্ড হবে সব! ৯০ কিমি বেগে ধেয়ে আসছে দানবীয় ঘূর্ণিঝড় শক্তি, বাংলায় প্রভাব কতটা?
কাদের জন্য এই প্ল্যান সবচেয়ে সেরা হবে?
ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL যেখানে একেবারে স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে, সেই পর্বে দাঁড়িয়ে ভারতের দুই বৃহত্তম বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবং Airtel একেবারে পাল্লা দিয়ে সুবিধা বাড়ানোর পাশাপাশি দামও বাড়াচ্ছে। কাজেই BSNL-র এই 2399 টাকার 13 মাসের রিচার্জ প্যাকেজ একবার রিচার্জ করে নিলে আখেরে লাভ হবে হবে BSNL গ্রাহকদের, যাঁরা মূলত প্রতিমাসে আলাদা আলাদা ভাবে রিচার্জ করার চিন্তায় থাকেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |