দিতে হবে কয়েক কোটি ক্ষতিপূরণ! DA মামলার পর সুপ্রিম কোর্টে ফের ঝটকা খেল রাজ্য সরকার

Updated on:

supreme court

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ 38 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। দেশের শীর্ষ আদালতে (Supreme Court) জমি অধিগ্রহণ সংক্রান্ত এক মামলায় জয় পেয়েছে সাঁইথিয়া পৌরসভা। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, জমিদাতাদের ক্ষতিপূরণ রাজ্য সরকারকেই গুনতে হবে। আর তার মোট পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 10 কোটি 53 লক্ষ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উল্লেখ্য, কিছুদিন আগেই DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ঝটকা খেয়েছে রাজ্য সরকার। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, রাজ্যের কর্মীদের 25% বকেয়া মেটাতে হবে। তবে প্রথমে 50% দেওয়ার কথা বলা হলেও, পরে রাজ্যের আর্থিক দিকটা খতিয়ে দেখে 25% দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 

ঝামেলা কী নিয়ে?

সূত্র অনুযায়ী, এই ঘটনার সূচনা হয়েছিল 1986 সালে। সে সময় সাঁইথিয়া পৌরসভার তরফে শিশুদের জন্য একটি কমিউনিটি হল এবং পার্ক গড়ে তোলার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হয়েছিল। এমনকি তখন তার খরচ পড়ে প্রায় 83 লক্ষ টাকা। আর প্রকল্পটির জন্য অর্থের একটা বৃহৎ অংশই এসেছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তহবিল থেকে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিন্তু না, এখানে এক বিরাট সমস্যা সৃষ্টি হয়। জমিদাতাদের ক্ষতিপূরণকে ঘিরে রাজ্য সরকার এবং পৌরসভার মধ্যে দায়িত্ব নিয়ে শুরু হয় গুঁতোগুঁতি, কে এই ক্ষতিপূরণ দেবে! আর এর জেরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়।

সুপ্রিম কোর্ট কী বলেছে?

সমস্ত পক্ষের শুনানি বিবেচনা করে এদিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে, 1986 সালের অধিগ্রহণের দায় এখন আর পৌরসভার উপর বর্তাবে না। কারণ পৌরসভা সে সময় অধিগ্রহণ বাবদ প্রয়োজনীয় টাকা পরিশোধ করেই দিয়েছিল। তাই জমির মালিকদের ক্ষতিপূরণ এখন রাজ্য সরকারকেই গুনতে হবে। 

আরও পড়ুনঃ এবার ডগ স্কোয়াডের পুলিশকর্মীরা পেতে পারেন ঝুঁকি ভাতা, কতটা? বড় সিদ্ধান্তের পথে নবান্ন

সাঁইথিয়া পৌরসভার আইনজীবী আশীষ চৌধুরি এ নিয়ে বলেছেন, পৌরসভা প্রথম থেকেই তাদের দায়িত্ব পালন করেছে। আর এখন নতুন করে কেন আবার অর্থ দিতে হবে? সুপ্রিম কোর্টে আমরা যে যুক্তি তুলে ধরেছিলাম, আদালত সেটাই গ্রহণ করেছে। এমনকি রাজ্য সরকারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সবথেকে বড় ব্যাপার, বুধবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশকে মেনে ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করেছে। আর এখন শুধুমাত্র অপেক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে অর্থ জমিদাতাদের হাতে রাজ্য সরকার তুলে দেয় সেই দিনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group