বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র রেকর্ড ভাঙল PSL-এ। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে দিল পাকিস্তান সুপার লিগের এ (PSL 2025) যাত্রার চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। জানা যাচ্ছে, রবিবার পাকিস্তান সুপার লিগের ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে পরাস্ত করে শাহরুখ খানের দল KKR-র বড় রেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদিরা।
PSL ফাইনাল জিতল লাহোর
রবিবার পাকিস্তান সুপার লিগের বহু অপেক্ষিত ফাইনালের মঞ্চে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল লাহোর কালান্দার্স ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। সেই যাত্রার একেবারে প্রথম আসরে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট খুইয়ে 201 রান তোলে কোয়েট্টা, জবাবে ব্যাট করতে নেমে মাত্র 4 উইকেট খরচ করে 19.5 ওভারে প্রয়োজনের থেকে বেশি অর্থাৎ 204 রান তুলে ম্যাচ জিতে যায় লাহোর।
এদিন চ্যাম্পিয়ন দলের হয়ে 31 বলে 61 রান করে অপরাজিত ছিলেন কুশল পেরেরা। লাহোরের এই প্লেয়ার 5টি চার ও 4টি ছয় হাঁকিয়ে বড় রান দাঁড় করিয়েছিলেন। অন্যদিকে 7 বলে 22 রান করে অপরাজিতা ছিলেন সিকান্দর রাজা।
লাহোরের বড় কীর্তি
পাকিস্তান সুপার লিগের ইতিহাসে রবিবার আফ্রিদির লাহোর সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড গড়েছে। এর আগে 2019 সালে মাত্র একবার 200 রান তাড়া করে রেকর্ড ধরে রেখেছিলেন তারাই। সেই পুরনো রেকর্ড গুঁড়িয়ে একেবারে নতুন লক্ষ্যে তীর বাঁধল লাহোর কালান্দার্স।
অবশ্যই পড়ুন: মাসে ৩০ হাজারেরও বেশি আয়ের সুযোগ! কীভাবে, কোথায় আবেদন করবেন?
নাইটদের বিশ্ব রেকর্ড ভাঙল লাহোর
রবিবার প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তান সুপার লিগের ফাইনাল জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডে নাম জড়িয়েছে আফ্রিদির দল লাহোরের। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই টুর্নামেন্টে প্রথমবারের জন্য ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের একটি বিশ্বরেকর্ড গড়ে লাহোর। যার জেরে ভেঙে যায় কলকাতা নাইট রাইডার্সের পুরনো বিশ্বরেকর্ড।
হ্যাঁ, আসলে 2014 সালে IPL ফাইনালে উঠেছিল কলকাতা, সেবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে 7 উইকেট খরচ করে 200 রান তুলে ম্যাচ জিতেছিল KKR। তবে মাত্র 4 উইকেট হারিয়ে 204 রান তুলে নাইটদের সেই গর্ব একপ্রকার ভেঙে দিল এবারের PSL চ্যাম্পিয়ন লাহোর। উল্লেখ্য, 2025 PSL-এ জয়ী দল হিসেবে পুরস্কার বাবদ 4 কোটি 25 লক্ষ টাকা পেয়েছে আফ্রিদির লাহোর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |