ব্রডব্যান্ড অতীত! ১০০০ টাকার কমে ভারতে আনলিমিটেড ডেটা দেবে Starlink, কবে থেকে?

Published on:

Starlink may launch satellite-based internet plan in India for just Rs 840

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই ভারতে শুরু হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। কেন্দ্রের সাথে হাত মিলিয়ে ইতিমধ্যেই হয়ে গিয়েছে বড় পরিকল্পনা। রিপোর্ট মারফত যা খবর, আমেরিকার প্রযুক্তি জায়ান্ট তথা ধনকুবের ইলন মাস্ক সংস্থা স্টারর্লিংক (Starlink) ইতিমধ্যেই ভারত সরকারের টেলিকম বিভাগ DOT থেকে লেটার অফ ইনটেন্ট পেয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর সেই সূত্রেই বর্তমানে স্পেস রেগুলেটর থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে টেসলার ভাতৃ সংস্থা স্টারলিংক। যা জানা যাচ্ছে, খুব শীঘ্রই সেই চূড়ান্ত অনুমোদন পেয়ে গেলেই ভারতে পুরোদমে শুরু হয়ে যাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস। সেক্ষেত্রে খরচ কত হতে পারে, পরিষেবা কতটা ফলদায়ী হবে? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।

উপকৃত হবেন দেশের প্রত্যন্ত অঞ্চলগুলির মানুষজন

মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংকের অন্যতম উদ্দেশ্য হল, যেসব অঞ্চলে মূলত মোবাইল টাওয়ার বা ইন্টারনেট ফাইবার অপটিকের মতো স্থলভিত্তিক পরিকাঠামো নেই, এক কথায় যেসব দুর্গম অঞ্চলে এখনও ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, সেইসব জায়গাগুলিতে হাই স্পিড স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসলে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট কোনও কিছুরই পরোয়া করে না। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ঝড়, জল কিংবা তুফান স্যাটেলাইটের দৌলতে এই ইন্টারনেট পরিষেবা যেকনোও দুর্যোগ পরিস্থিতিতেও সচল থাকে। বলা বাহুল্য, IIFL রিসার্চের মতে, মাস্ক সংস্থা স্টারলিংকের বর্তমান স্যাটেলাইট সংখ্যা কমপক্ষে 7 হাজার। জানা যাচ্ছে, গোটা বিশ্বে প্রায় 4 মিলিয়ন গ্রাহক এই পরিষেবা নিচ্ছেন।

ভারতে স্টারলিংকের প্ল্যানগুলি কতটা সস্তা হবে?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার টেকনোলজি জায়ান্ট স্টারলিংক মূলত ভারতে প্রমোশনাল রেট হিসেবে 10 ডলার অর্থাৎ কিছু না হলেও প্রায় 840 টাকায় আনলিমিটেড হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট প্ল্যান অফার করতে পারে। বেশ কয়েকজন বিশ্লেষক মনে করছেন, মূলত অল্প দামে এই পরিষেবা ভারতের প্রত্যন্ত অঞ্চল গুলিতে ছড়িয়ে দিতে বিশেষত গ্রামভিত্তিক অঞ্চল নিয়ে নানান পরিকল্পনা করছে মাস্ক সংস্থা। যা জানা যাচ্ছে, মাস্ক এদেশে প্রথম ধাপেই 1 কোটিরও বেশি গ্রাহক তৈরি করতে চাইছেন।

এককালীন খরচে পকেটে টান পড়তে পারে

বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে জানা গেল, ভারতে মাস্ক সংস্থা স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার রিচার্জ প্ল্যানগুলির দাম তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও এই পরিষেবা চালু করার সময় যে হার্ডওয়্যার কিট প্রয়োজন তা বসাতে গ্রাহকদের এককালীন মোটা অঙ্ক খসতে পারে। হিসেব যা বলছে, স্টারলিংক পরিষেবা চালু করতে গ্রাহকদের এককালীন হার্ডওয়্যার কিট বাবদ 250 থেকে 380 আমেরিকান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায়, প্রায় 32 হাজারের কাছাকাছি খরচ হয়ে যেতে পারে। যা ভারতীয় গ্রাহকদের পকেটে যথেষ্ট চাপ বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: মাসে ৩০ হাজারেরও বেশি আয়ের সুযোগ! কীভাবে, কোথায় আবেদন করবেন?

প্রসঙ্গত, মাস্ক সংস্থা স্টারর্লিংক আগামী 2030 সালের মধ্যে 18 হাজারেরও বেশি স্যাটেলাইট নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে বলে রাখি, ভারতে স্টারলিংককে ফাঁপরে ফেলতে প্রতিযোগিতায় নামছে ভারতীয় সংস্থা Bharti Group-র ইউটেলস্যাট ওয়ানওয়েব, আম্বানি সংস্থা Jio-র SES-র সাথে যুক্ত ভেঞ্চার ও Globalstar-এর মতো আরও বেশ কিছু আন্তর্জাতিক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group