এক চার্জেই দৌড়বে ৫০০ কিমি! ইলেকট্রিক গাড়ির বাজারে ঝড় তুলবে Maruti-র এই সস্তার SUV

Published:

e vitara
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা নতুন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে পা বাড়াচ্ছেন, তাদের জন্য বিরাট সুখবর। ভারতের সবথেকে জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি এবার বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক SUV – E Vitara। সূত্রের খবর, এই গাড়িটি ইতিমধ্যেই 2025 সালের ইন্ডিয়া মবিলিটি গ্লোবাল এক্সপোতে প্রদর্শন করা হয়েছে। মনে করা হচ্ছে, আসন্ন উৎসবের মরসুমের শেষ নাগাদই এই গাড়িটি বাজারে জায়গা করে নিতে পারে।

এক চার্জে চলবে 500 কিলোমিটার

E Vitara গাড়ির সবথেকে বড় আকর্ষণ হল এর ব্যাটারি এবং রেঞ্জ। জানা যাচ্ছে, এই SUV গাড়িটিতে থাকবে দুটি ব্যাটারির বিকল্প। হ্যাঁ, একটি থাকবে 48.8 kWh এবং অন্যটি 61.1 kWh। কোম্পানি দাবি করছে, বড় ব্যাটারি প্যাকে একবার চার্জ দিলেই 500 কিলোমিটারের বেশি রেঞ্জ মিলবে, যা ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় খুব একটা চোখে পড়ে না।

ফিচারে ভরপুর E Vitara

খোঁজ নিয়ে জানা গেল, E Vitara গারিটির কেবিন সাজানো হয়েছে এবার সব আধুনিক ফিচার দিয়ে। থাকছে ফুলি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, প্যানোরামিক সানরুফ, 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম, লেভেল-2 ADAS, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিটের মতো সব সুবিধা। জানা যাচ্ছে, এই SUV-টি ডেলটা, জেটা এবং আলফা বিকল্পে বাজারে আত্মপ্রকাশ করবে।

প্রতিদ্বন্দ্বী কারা হবে?

আশা করা যাচ্ছে, ভারতের ইলেকট্রিক SUV সেগমেন্টে E Vitara গাড়িটিকে টক্কর দিতে পারে বিভিন্ন নামিদামি গাড়ি। তালিকায় থাকতে পারে – Hyundai Creta Electric, Tata Harrier EV, Mahindra XUV 9e, MG ZS EV-র মতো নাম।

আরও পড়ুনঃ চাকরি হারানোর প্রতিশোধ! CBI আধিকারিকের উপর তীর-ধনুক নিয়ে হামলা

সম্ভাব্য দাম কত হবে?

যদিও মারুতি সুজুকির তরফ থেকে এখনো অফিসিয়াল দাম ঘোষণা করা হয়নি। তবে এই গাড়িটির দামেও থাকতে পারে চমক। গাড়িটির এক্স-শোরুম প্রাইস শুরু হতে পারে মোটামুটি 17 লক্ষ টাকা থেকে। তবে নির্দিষ্ট ভেরিয়েন্ট এবং ব্যাটারি প্যাক অনুযায়ী দাম কিছুটা বাড়তে বা কমতেও পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join