মোহনবাগান ধনী, গরিব বলে ব্যর্থ ইস্টবেঙ্গল! মশাল প্রাক্তনীর বিস্ফোরক মন্তব্য ঘিরে তুলকালাম

Published on:

East Bengal is a poor team, says former East Bengal footballer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গল গরীব দল, মোহনবাগান আসলে ধনী! কথাগুলো বলেছেন লাল হলুদ প্রাক্তনী অ্যালভিটো ডি’কুনহা। সম্প্রতি দুই ময়দান প্রধানের দল গোছানোর আবহে আচমকা বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইমামির মালিকানাধীন দল ইস্টবেঙ্গলেরই (East Bengal FC) প্রাক্তন ফুটবলার। কিন্তু কেন? হঠাৎ কী কারণে এমন বেফাঁস হলেন তিনি? তাহলে কি মোহনবাগানকে বড় করে দেখাতে চাইছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন সদস্য?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইস্টবেঙ্গলকে গরীব দল বললেন ডি’কুনহা!

সম্প্রতি ফোনালাপে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাল হলুদের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো জানিয়েছেন, ইস্টবেঙ্গল আসলে গরিবদল। কিন্তু মোহনবাগান ধনী। তাঁর প্রধান বক্তব্য ছিল, বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

তিনিই টাকার জোরে একের পর এক ফুটবলার কিনে নিচ্ছেন! আসলে লাল হলুদ বাগানের সাথে অর্থের জোরে পেরে উঠছে না, আর সেই সূত্রেই, ইস্টবেঙ্গলে আসা ফুটবলারদের অর্থ বাড়িয়ে দলে টেনে নিচ্ছে মোহনবাগান। লাল হলুদ প্রাক্তনীর এমন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ঘোলা জলে পা বাড়িয়েছেন অনেকেই। শুরু হয়েছে জোর বিতর্কও।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভাইরাল হয়েছে ভিডিও

অতি সম্প্রতি ইস্টবেঙ্গল প্রাক্তনীর ধনী-গরিবের ফারাক নিয়ে করা মন্তব্য ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে নেট মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারের ছবি সহ এক সাংবাদিকের সাথে কথোপকথনের মুহূর্ত ধরা পড়েছে। সেখানেই মশালবাহিনীর প্রাক্তনীকে বলতে শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গল আসলে গরীব, মোহনবাগান ধনী। আর সেজন্যই ইস্টবেঙ্গলের ফুটবলারদের টাকার জোরে কিনে নিচ্ছে সবুজ মেরুন।

অবশ্যই পড়ুন: মূল্য বাড়ছে ভারতীয় মুদ্রার, ডলার বিপরীতে বড় লাফ টাকার

এদিন ভিডিওটিতে ডি’কুনহাকে বলতে শোনা যায়, অনেক ফুটবলারই হয়তো ইস্টবেঙ্গলে আসতে চাইছে। কিন্তু মোহনবাগান টাকার দর বাড়িয়ে তাদের দলে টেনে নিচ্ছে, তাই লাল হলুদে অনেকেই আসতে পারছেন না। এরপরই প্রশ্ন তোলেন ইস্টবেঙ্গল প্রাক্তনী। বলেন, এতে মোহনবাগানের কী লাভ হচ্ছে? ভারতীয় ফুটবলের লাভটা কোথায়? আপনারা কী ভাবেন, এতে আদৌ কি ভারতীয় ফুটবলের কোনও উন্নতি হচ্ছে?

ওরা যদি সত্যিই এত টাকা খরচ করে ফুটবলার কিনতে চায়, তাহলে ওই অর্থ দিয়ে ভারতীয় ফুটবলের জন্য কিছু করুক। এদিন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারের বক্তব্য ছিল, মোহনবাগান অর্থের জোরে ইস্টবেঙ্গলে আসতে চাওয়া ফুটবলারদের কিনে নিয়ে বসিয়ে রাখছে, হয়তো পরে তাদের ছেড়ে দেবে কিন্তু আগে দলে টেনে নিচ্ছে। ডি’কুনহার এমন মন্তব্যের পর বাগান সমর্থকদের যে ধৈর্য কিছুটা হলেও ক্ষুন্ন হবে একথা বলাই যায়!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group