ভয়ঙ্কর খবর! ইউনূস আসলে পাকিস্তানের জঙ্গি নেতা? ফাঁস বিরাট তথ্য

Published on:

Muhammad Yunus is actually a militant leader says Sheikh Hasina

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্বাচনের দাবিতে উত্তাল বাংলাদেশ। এদিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার নাটক করে নতুন করে আবার ক্ষমতা ধরে রাখতে মরিয়া মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। সম্প্রতি ওপার বাংলার প্রধান উপদেষ্টার তরফে বিদেশি শক্তি ও পরাজিত শক্তির ষড়যন্ত্র তুলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের তরফে জানানো হয়, আগামী দিনে সরকারের কোনও কাজে বাধা তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এহেন একাধিক টানাপোড়েনের আবহে ইউনূসকে এক হাত নিলেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হাসিনার

আওয়ামী লিগের ফেসবুক পেজে অডিও বার্তা দিয়ে হাসিনা জানিয়েছেন, আজ কী দুর্ভাগ্য! এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় আনা হল, যিনি কিনা গোটা দেশের খুব পছন্দের! গোটা বিশ্বের পছন্দের মানুষ। আজ তিনি ক্ষমতায় এসে কী করলেন? আমি এঁকে দরজা খুলে দিয়েছিলাম। 96 সালে যখন সরকার গড়ি, আমার কাছেই হাত পেতেছিলেন। বলেন, গ্রামীণ ব্যাঙ্কে টাকা নেই! এখন বুঝতে পারছি সেইসব টাকা নিজেই সরিয়ে রেখেছেন! এতভাবে প্রতারণা হবে ভাবতেই পারিনি। এত টাকা আত্মসাৎ!

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওই সময় খুচরো ঋণ দেওয়া হচ্ছে না বলে 400 কোটি টাকা দিয়েছিলাম, সেই টাকার কোনও হদিশ নেই! হিসেব দিতে পারেননি। প্রতিদিন ধর্নায় বসতেন বলে ইউনূসের হাতে সংস্থা দিয়েছিলাম, এখন ওসব টাকা মেরে খেয়েছে! যে ব্যক্তি 1990 সালে 6000 টাকা বেতন পেতেন, তিনি আজ দেশ-বিদেশ মিলিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক, কীভাবে হলেন মনে প্রশ্ন জাগে না কারও?

এরপরই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাঙ্কের টাকা, শ্রমিকদের মজুরি সবই ও মেরে খেয়েছে! শ্রমিক আদালতে টাকা তছরুপের দায়ে সাজাপ্রাপ্ত ইউনূস! কিন্তু ক্ষমতায় আসতেই যত মামলা ছিল সব বাতিল করে দিয়েছেন। যত দুর্নীতিবাজ, খুনি, জঙ্গি ও সন্ত্রাসী আছে সবাইকে জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। তাদের সবার এখন খোলা হাত পা। বাংলাদেশে আবার সেই জঙ্গি রাজ চলছে। জেলগুলি এখন সব ফাঁকা। মূলত এইসব জঙ্গিদের ব্যবহার করে আমাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেই ক্ষমতায় এসেছেন ইউনূস। আমার এবং আওয়ামী লিগের নামে শয়ে শয়ে মামলা হয়েছে। এছাড়াও গত বছরের ছাত্র আন্দোলনকে ইউনূসের গভীর চক্রান্ত বলেও উল্লেখ করেছেন হাসিনা।

ইউনূস আসলে একজন জঙ্গি নেতা!

বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সম্পর্কে চাঁচাছোলা মন্তব্য রাখতে গিয়েই হাসিনা বলেন, যে সংবিধান দীর্ঘ সংগ্রাম, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিরা পেয়েছে, তাতে হাত দেওয়ার অধিকার, এমন অবৈধভাবে ক্ষমতার দখলদারি জঙ্গি নেতাকে কে দিয়েছে? যে সব অবৈধ বন্দুক, রাইফেল, বুলেট সহ অন্যান্য অস্ত্র ওর কাছে আছে, ওসব উদ্ধার হয়েছে কি? পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে আসা জামাত-ই-ইসলামির সমস্ত অস্ত্র কি উদ্ধার করা গেছে? এইসব উদ্ধার না করে, পুলিশের অস্ত্র কেড়ে হাতে লাঠি ধরিয়ে দেওয়া হচ্ছে।

অবশ্যই পড়ুন: দাবি নাকচ! ইস্টবেঙ্গলকে পাত্তাই দিল না IFA

হাসিনা বলেন, ইউনূস একজন জঙ্গিনেতা! সে যে ক্ষমতায় আছে তা দখল করা। বেআইনি রাজত্ব! মানুষের সমর্থন নেই, সাংবিধানিক ভিত্তি নেই, পদেরও কোনও ভিত্তি নেই। সংবিধান ছাড়া কীভাবে আইন তৈরি করছে ইউনূস? এসব প্রশ্ন তুলতে গিয়েই ইউনূসের কুকর্মের কথা স্মরণ করিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন হাসিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group