প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং পেনশনভোগীদের একাংশ ২৫% বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা করা হয়েছে। যা নিয়ে বেশ খুশি রাজ্য সরকারের সকল কর্মীবৃন্দ। সরকারকে এই বিষয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়। কিন্তু এদিকে ডিএ মামলার রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সঠিক কোনও বার্তা না দেওয়ায় উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। আর তাতেই এবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।
নবান্ন অভিযানে হুঁশিয়ারি কর্মীদের!
সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তা হলে রাজ্য চালানো যাবে না। তাই বাধ্য হয়ে ২৫ শতাংশে নেমে বিচারপতি। এদিকে DA আদায়ের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া ২৫% ডিএ প্রদান না করে, তাহলে তারা বৃহত্তর ও আরও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে।
এমনকি যৌথ মঞ্চের পক্ষ থেকে বিস্তারিতভাবে পদক্ষেপগুলি উল্লেখও করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল নবান্ন অভিযান। যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে যে সরকার যদি বকেয়া ২৫% ডিএ প্রদান না করে তাহলে নবান্নের দিকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হবে।
একাধিক দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক
শুধু তাই নয় যৌথ মঞ্চের তরফে গণ সমাবেশের আয়োজনও করা হবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সরকারি কর্মচারী বা পেনশনভোগী নন, পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হবে এই বৃহত্তর গণ সমাবেশে। যা একটি গণআন্দোলনের রূপ নেবে। তবে আন্দোলনকারীরা শুধু DA বৃদ্ধির ক্ষেত্রেই গর্জে উঠবে তা নয়, এর সঙ্গে সরকারি দপ্তরে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা থেকে শুরু করে রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ করার দাবিও জানানো হবে।
আরও পড়ুন: “আসল কারণই উল্লেখ নেই..” চাকরিহারাদের চিঠি প্রসঙ্গে বড় বয়ান শিক্ষামন্ত্রীর
তবে যৌথ মঞ্চের কর্মীদের এই পদক্ষেপ সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারের চূড়ান্ত পদক্ষেপের উপরেই। যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ যথাযথ পালন না করে অর্থাৎ এই নির্দেশ পালনে ব্যর্থ হয়, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীরা যে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, তার ইঙ্গিত সম্পূর্ণ স্পষ্ট।
ওয়াকিবহাল মহলের মতে রাজ্য সরকারের সামনে এইমুহুর্তে এক বড় চ্যালেঞ্জ মুখোমুখি হতে চলেছে। একদিকে চাকরিহারাদের চাকরি আদায়ের আন্দোলন অন্যদিকে কর্মীদের দাবির লড়াই তাই আগামী দিনগুলিতে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার দিকে এখন সকলের নজর।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |