সকাল ৬ টার আগে ছাড়তে হবে গ্যাংটক! পর্যটকদের জন্য কড়া নির্দেশিকা

Published on:

gangtok

সৌভিক মুখার্জী, কলকাতা: পাহাড়ের বাতাসে এখন উৎসবের গন্ধ। তবে তার সঙ্গে বাড়ছে কড়া সতর্কতা। সূত্রের খবর, সিকিম (Sikkim) রাজ্যের পদমর্যাদা প্রাপ্তির 50 বছর পূর্তির অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার গ্যাংটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। তাই তার আগমনকে কেন্দ্র করে সিকিম সরকারের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পা পড়ার আগেই শহর ছাড়তে হবে পর্যটকদের

সম্প্রতি সিকিম পর্যটন দপ্তরের তরফ থেকে জারি করা নির্দেশে জানানো হয়েছে, 29 মে, বৃহস্পতিবার, যাদের গ্যাংটক ছাড়ার পরিকল্পনা রয়েছে, তাদের ঠিক সকাল 6 টার মধ্যেই শহর ত্যাগ করতে হবে। আর এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল – যানজট এড়ানো এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করা।

প্রসঙ্গত, 1975 সালের 16 মে রাজ্য হিসেবে সিকিম আত্মপ্রকাশ করেছিল। আর সেই দিনটিকে স্মরণীয় করে তুলতেই এবার গ্যাংটকে বিশেষ সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী মোদি। পর্যটন দপ্তরের থেকে জানানো হয়েছে, 29 মে গ্যাংটক সরকারের কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবে। যাতে যান চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার সুনিশ্চিত করা যায়, তার জন্য সকাল ৬টার মধ্যে গ্যাংটক ছাড়ার অনুরোধ করা হচ্ছে।

বাকি এলাকাগুলোর জন্য কী নির্দেশিকা?

জানিয়ে রাখি, শুধু গ্যাংটক শহরের জন্যই এই নির্দেশিকা জারি হয়েছে। সিকিমের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে যে সমস্ত পর্যটকরা ঘুরতে গিয়েছেন বা সময় কাটাচ্ছেন, তাদের আগে থেকে কোনও চিন্তার কারণ নেই। তাদের জন্য কোনও নির্দেশিকা জারি হয়নি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ লক্ষ্য ভারত! ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র তৈরিতে পাকিস্তানকে সাহায্য করছে চিন, কতটা বিপজ্জনক এই WMD?

মোদির দিনভর কর্মসূচি

জানিয়ে রাখি, শুধু গ্যাংটকে নয়। এদিন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারেও নরেন্দ্র মোদির কর্মসূচি রয়েছে। আর তিনি সেখানে প্রশাসনিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি প্যারেড রাউন্ডের একটি জনসভা করবেন বলেই সূত্র জানাচ্ছে। এর ফলে গোটা উত্তর-পূর্ব ভারত জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। 

প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছিলেন, সিকিম রাজ্যের সঙ্গে সৌন্দর্য এবং সংস্কৃতি জড়িয়ে রয়েছে। আর এই সুন্দর রাজ্যের মানুষজন এভাবেই সমৃদ্ধ থাকুক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥