টুঁটি চেপে ধরতেই ফোঁস করে উঠল বাংলাদেশ, পাল্টা সেনা পদক্ষেপের হুমকি ভারতকে

Published:

Bangladesh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-বাংলাদেশের (Bangladesh) সম্পর্কের হাওয়া এমনিতেই গরম! তবে সম্প্রতি ভারত যখন সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, তখন ওপার বাংলার তরফ থেকে এসেছে একের পর হুঁশিয়ারি। হ্যাঁ, ভারতের পদক্ষেপকে তারা অগ্রহণযোগ্য বলেই জানিয়েছে।

এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর জেনারেল মুখপাত্র মহম্মদ নাজিম উদ্দিন এই হুঁশিয়ারি ছেড়েছেন। তিনি বলেছেন, সরকার নির্দেশ দিলে সেনারাও হস্তক্ষেপ করতে পারবে। তবে প্রশ্ন উঠছে, যারা নিজেরাই সীমান্ত লঙ্ঘন করে অবৈধভাবে ভারতে ঢুকছে, তারা কোথা থেকে সাহস পাচ্ছে? 

2024-এ 295 জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে ভারত

সম্প্রতি এক রিপোর্ট বলছে, 2024 সালে মোট 295 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এমনকি এপ্রিল মাস পর্যন্ত 100 জনকে ডিপোর্ট করা হয়েছে। পাশাপাশি জানুয়ারি মাসে জয়পুর পুলিশ একসাথে 500 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। এছাড়া আহমেদাবাদ ও সুরাট থেকেও ধরা পড়ে আরো 1000 এর বেশি অবৈধ অনুপ্রবেশকারী।

এমনকি কলকাতার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সূত্রের খবর, 25 মে এক বাংলাদেশী নাগরিক ‘হিট অ্যান্ড রান’ কান্ডে ধরা পড়ে। ফলে শুধু যে অনুপ্রবেশকারীরা আসছে তেমনটা নয়, অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছে তারা। প্রসঙ্গত, 2016 সালে সংসদে জানানো হয়েছিল, প্রায় ২ কোটি বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছে। তবে পরিস্থিতি যেন দিনের পর দিন আরও খারাপ হচ্ছে।

বাংলাদেশী সেনার হুঁশিয়ারি

এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়েছেন, সবকিছু কূটনৈতিক পথেই হবে। অবৈধ ভারতীয় নাগরিক থাকলে আমরা তাদের ভদ্রভাবেই দেশে ফেরত পাঠাবো।

তবে ভারত সরকার স্পষ্ট জবাব দিয়েছে, অনুপ্রবেশ আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এর আগেও বিএসএফ ও বিজিবির মধ্যে সীমান্ত নিয়ে বহুবার টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি মাসে সীমান্তে দুই পক্ষের মধ্যে চাপানউতর দেখা গিয়েছিল।

জানিয়ে রাখি, ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.7 কিলোমিটার। আর এর মধ্যে 3,232 কিলোমিটার জুড়ে কাঁটাতার দেওয়া রয়েছে। তবুও নদী, জঙ্গল এবং ঘনবসতির কারণে সীমান্ত লঙ্ঘন করা জলভাত। আর সেখানেই সুযোগ নিচ্ছে অনুপ্রবেশকারীরা।

আরও পড়ুনঃ OMR শিট কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে চাকরিহারারা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

এ বিষয়ে 2025 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট অসম সরকারকে নির্দেশ দিয়েছিল, যাতে অবৈধ অনুপ্রবেশকারীকে ডিপোর্ট করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, তার ব্যবস্থা গ্রহণ করতে। এমনকি দেশের নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্যের কথা মাথায় রেখেই এই বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার এবং দেশের শীর্ষ আদালত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join