বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে সংঘাতে খেল দেখিয়েছিল ভারতীয় যুদ্ধাস্ত্রগুলি! আর এর পর থেকেই দেশীয় হাতিয়ার নিয়ে গোটা বিশ্বে তৈরি হয়েছিল শোরগোল। বিশ্ব বাজারে ভারতীয় অস্ত্রের চাহিদা কতটা, তা বোঝা গিয়েছে বিগত কয়েকদিনেই।
অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার মাঝেই ভারতীয় অস্ত্র কিনতে সারিবদ্ধভাবে পথে এসেছিল বিশ্বের একাধিক দেশ । এবার সেই তালিকায় নাম জুড়ল ভারত বন্ধু ইজরায়েলের (Israel)। পশ্চিম এশিয়ার ইহুদি রাষ্ট্রটির এমন বড় পদক্ষেপে হইহই পড়ে গিয়েছে গোটা বিশ্বে!
ভারত থেকে অস্ত্র কিনতে চেয়েছিল ইজরায়েল
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সাথে সংঘর্ষ চলাকালীন ভারতীয় অস্ত্রশস্ত্রের গতিবিধিতে নজর রেখেছিল ইজরায়েল। জানা যায়, মোদি সরকারের মেড ইন ইন্ডিয়া অস্ত্রগুলিতেই নাকি প্রথম থেকেই ভরসা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। পরবর্তীতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় অস্ত্রের কামাল দেখেই দিল্লির কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহ দেখিয়েছিল তেল আবিব। এবার সেই সূত্র ধরেই ভারতীয় সংস্থাকে রকেট লাঞ্চারের জন্য বরাত দিয়েছে এই ইহুদি রাষ্ট্র।
ইজরায়েলের তরফে অর্ডার পেয়েছে ভারত
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের শীর্ষ প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে অন্যতম এনআইবিই লিমিটেডের কাছে ইউনিভার্সাল রকেট লঞ্চার সরবরাহের বরাত দিয়েছে ইজরায়েল। ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউনিভার্সাল রকেট লাঞ্চার সরবরাহের জন্য ইহুদি রাষ্ট্রের তরফে অর্ডার পেয়েছে তারা। জানানো হয় এই চুক্তি অনুযায়ী, অন্তত 1 কোটি 75 লক্ষ 20 হাজার ডলার পাবে এনআইবিই লিমিটেড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 150.62 কোটি টাক।
বিশ্বের অন্যতম অত্যাধুনিক হাতিয়ার ভারতীয় রকেট লঞ্চার
জানিয়ে রাখি, বর্তমান বিশ্বে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য অত্যাধুনিক হাতিয়ারগুলির মধ্যে একেবারে প্রথম দিকে নাম উঠে আসে ভারতের ইউনিভার্সাল রকেট লঞ্চারের। এই রকেট লাঞ্চারের পাল্লা কমপক্ষে 300 কিলোমিটার। দেশের মাটিতে উৎপাদিত এই অস্ত্র এর আগে কখনই বিদেশে বিক্রি করেনি দিল্লি। মনে করা হচ্ছে, ইজরায়েলের মতো শক্তিশালী দেশের হাত ধরে এই প্রথম বিদেশের মাটিতে পা রাখবে ভারতের এনআইবিই দ্বারা তৈরি রকেট লঞ্চার। শোনা যাচ্ছে, ইজরায়েলের তরফে রকেট লাঞ্চারের বরাত পাওয়ার পরই একেবারে লাফিয়ে বেড়েছে এনআইবিই সংস্থার শেয়ার মূল্য।
অবশ্যই পড়ুন: সুপার কাপে ডুবিয়েছিল তরুণরা! তবুও ডুরান্ড কাপে যুবদল নামাচ্ছে মোহনবাগান, নেপথ্যে অন্য কারণ
বিবৃতি দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাটি
ইহুদি রাষ্ট্র ইজরায়েলের তরফে দেশীয় রকেট লঞ্চারের অর্ডার পাওয়ার পরই বিবৃতি দিয়েছে ভারতের ওই প্রতিরক্ষা সংস্থা। এনআইবিই জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার লক্ষ্যকে সামনে নিয়েই আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনীকে একাধিক উন্নত অস্ত্র সরবরাহ করে যেতে চাই। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের প্রভাব বাড়ানোর সুযোগ রয়েছে। ইজরায়েলি সংস্থার তরফে অর্ডার মেলায় এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হবে। বিশ্লেষকদের মতে, ইজরায়েলের পর এবার সেই একই পথে হেঁটে দেশের মাটিতে তৈরি রকেট লাঞ্চারের মতো অন্যান্য যুদ্ধাস্ত্রগুলি কিনতে আগ্রহ প্রকাশ করবে অন্যান্য দেশ।