স্মরণে অপারেশন সিঁদুর! IPL-র সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনার জন্য বড় ভাবনা BCCI-র

Published on:

Indian Army to be honoured at IPL 2025 closing ceremony

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরের মাধ্যমে স্বজন হারানো নারীদের সিথির সিঁদুরের মান রেখেছে ভারত। ভারতের বীর জাওয়ানরা একদিকে সীমান্তে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, অন্যদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। সব মিলিয়ে, পাকিস্তানের কোনঠাসা হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প ছিল না সেই সময়ে।

যদিও চিন, তুরস্ক ও আজারবাইজানের মতো দেশগুলির সমর্থন পেয়েছিল পাকিস্তান। তবে তাতে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ভারতের কাছে মাথা ঠেকিয়ে যুদ্ধবিরতি ডাকতে হয় তাদের। বলা বাহুল্য, ভারত-পাক সংঘাতের আবহে আচমকা স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)।

তবে, পরিস্থিতি কিছুটা শিথিল হতেই গত 17 মে শুরু হয়েছে IPL 2025-এর দ্বিতীয় দফা। সেই যাত্রা বর্তমানে একেবারে সমাপ্তিতে এসে পৌঁছেছে। প্রতিবারের মতো এ বছরও IPL সমাপনী অনুষ্ঠান হবে ভারতে। আর সেখানেই দেশের বীর সেনা জাওয়ান, বলা ভাল, 3 বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে BCCI।

IPL আয়োজনে বড় ভূমিকা ছিল ভারতীয় সেনার

ভারতীয় ক্রিকেটারদের কড়া নিরাপত্তার চাদরে ঘিরে রাখা থেকে শুরু করে বিদেশিদের সঠিক পথে দেশে ফেরানো, সবেতেই বড় ভূমিকা ছিল ভারতীয় সেনার। তাছাড়াও মূলত ধরমশালার ম্যাচ আচমকা স্থগিত হয়ে গেলে ক্রিকেটারদের দিল্লিতে ফেরানোর ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিল সেনা জাওয়ানরা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সব মিলিয়ে বলা যায়, সীমান্তে ভারতীয় সেনাদের পাহাড়া, একাধিক সংঘর্ষ ও দেশের অন্দরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট কীভাবে সুষ্ঠু ভাবে পুনরায় চালু করা যায় সব ক্ষেত্রেই ইন্ডিয়ান আর্মির ভূমিকা অনস্বীকার্য। ফলত, সেই কৃতজ্ঞতা থেকেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানাতে বড় ব্যবস্থা রেখেছে BCCI।

অবশ্যই পড়ুন: সুপার কাপে ডুবিয়েছিল তরুণরা! তবুও ডুরান্ড কাপে যুবদল নামাচ্ছে মোহনবাগান, নেপথ্যে অন্য কারণ

IPL 2025 সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনার জন্য বিশেষ ভাবনা

পহেলাগাঁও হামলার যোগ্য জবাব দিতে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বিরাট সাফল্যকে স্মরণ করেই আগামী 3 জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শেষের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণের সমাপনী অনুষ্ঠানে ভারতীয় সেনার জন্য বিশেষ শ্রদ্ধার ব্যবস্থা করেছে BCCI। জানা যাচ্ছে, এদিন ফাইনাল শেষ হলেই ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে দেশের বীর সৈনিকদের অদম্য লড়াই ও দেশের প্রতি বলিদানকে শ্রদ্ধার চাদরে মেলে ধরবে BCCI ও IPL কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে IPL কর্তৃপক্ষের এক সদস্য জানিয়েছেন, আমরা IPL 2025 সমাপ্তি অনুষ্ঠানের দিন ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ ভাবে শ্রদ্ধা জানাবো। এদিন জয়ী দলের সেলিব্রেশনের পাশাপাশি অনুষ্ঠান উপলক্ষে অন্যান্য গায়ক সহ মিলিটারি ব্যান্ডের পারফরম্যান্স থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥