বিক্রম ব্যানার্জী, কলকাতা: জুন থেকেই রোহিত-বিরাট হীনতায় ভুগবে ভারতীয় টেস্ট দল (India)। ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুই মহাতারকাকে ছাড়াই লড়তে হবে স্বদেশীদের। তবে রোহিত, বিরাট না থাকায় দলের ওপেনিং জুটি ও 3 নম্বর পজিশন নিয়ে তৈরি হয়েছে সমস্যা। প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের বিরুদ্ধে কাদের ওপেনিং করাবে বোর্ড? কার কাঁধেই বা থাকবে 3 নম্বরের দায়িত্ব? এমন প্রশ্নে যখন ভারতীয় ক্রিকেট বিধ্বস্ত, ঠিক সেই আবহে সমাধান বাতলে দিলেন ভারতীয় টেস্ট দলের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারা।
ঠিক হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং জুটি!
ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সদস্য পুজারা বিগত বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। ফলত, সেখানকার পিচের প্রকৃতি ও আবহাওয়া সম্পর্কে তিনি যথেষ্ট অভিজ্ঞ। সেই অভিজ্ঞতা থেকেই এক সাক্ষাৎকারে পুজারা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজে দুই ব্যাটসম্যানকে ইনিংস শুরুর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা হলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। সেবার ওদের জুটি ভাল রান পেয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুজনকে দিয়ে ওপেনিং করানো যেতে পারে। সেই সাথেই 3 ও 4 নম্বর নিয়েও সমাধান দিয়েছেন পুজারা।
কোহলির পজিশনে খেলবেন কে?
ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের ওপেনিং জুটি বাতলে দেওয়ার পাশাপাশি জাতীয় দলের 3 ও 4 নম্বর নিয়েও কথা বলেছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার। পুজারা বলেন, 3 ও 4 নম্বরে কাদের খেলানো যায় তা নিয়ে একটু ভাবতে হবে। এরপরই শুভমন প্রসঙ্গে পুজারা জানান, শুভমন তিন নম্বরে খেলবে কিনা তা আমার জানা নেই।
তবে চাইবো ও তিন নম্বরেই খেলুক। সেক্ষেত্রে চতুর্থ নম্বরে করুণ নায়ারকে রাখা যেতে পারে। রঞ্জি ট্রফিতে প্রচুর রান করেছে ও, মনে হচ্ছে ভাল বিকল্প। পুজারার আরও সংযোজন, শুভমন যদি চার নম্বরে খেলে সেক্ষেত্রে তিন নম্বরে অভিমন্যু ঈশ্বরণের কথা ভাবা যেতে পারে। সাই সুদর্শনও ভাল বিকল্প।
অবশ্যই পড়ুন: স্মরণে অপারেশন সিঁদুর! IPL-র সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনার জন্য বড় ভাবনা BCCI-র
শুভমনের প্রশংসায় পঞ্চমুখ পুজারা
দল নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ পুজারা বলে বসেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে শুভমনের সমস্যা হওয়ার কথা নয়। কেননা, 2021 ও 2023 সালে টেস্ট বিশ্বকাপ ফাইনালে ও খেলেছে। তাছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে 2021 সালে টেস্ট খেলেছিল শুভমন। এছাড়াও কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এরপরই পুজারা জানান, ইংল্যান্ড সফর শুরু হলে সেখানে পৌঁছে অনুশীলন শুরু করলেই শুভমন বুঝে যাবে বল কোথায় কতটা সুইং করছে, কখন কোন শট খেলা যেতে পারে। সব মিলিয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরমেন্স কেমন হয় এখন সেটা দেখারই অপেক্ষা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |