সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন মাস শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। আর নতুন মাস মানেই লাগু হবে নতুন সব নিয়ম (Financial Rules), যা সঞ্চয়, খরচ এবং গোটা মাসের বাজেটকে প্রভাবিত করবে। 2025 এর 1 জুন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। যার মধ্যে ফিক্সড ডিপোজিটে সুদের হার, এটিএম চার্জ, ডেবিট কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, সবকিছুই রয়েছে।
এমনকি এই নিয়মগুলি শুধুমাত্র ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য নয়, বরং প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলবে। পাশাপাশি মাসিক বাজেটেও আসতে চলেছে বড়সড় প্রভাব। তাই সময় থাকতে আগেভাগেই জেনে নিন কি কি পরিবর্তন আসছে এবং কীভাবে প্রস্তুত থাকবেন।
আরও সহজ হচ্ছে PF থেকে টাকা তোলা | EPFO Update |
EPFO 3.0 নামের এক নতুন আপডেট চালু হচ্ছে 1 জুন থেকে। আর এই পরিবর্তনের ফলে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া হবে আরও দ্রুত এবং সহজ। এবার থেকে কেওয়াইসি আপডেট, ক্লেইম সাবমিট, এমনকি এটিএম কার্ড দিয়েও PF-র টাকা খুব সহজে তোলা যাবে।
ক্রেডিট কার্ড ব্যবহারে বদলাচ্ছে নিয়ম | Credit Card Change |
ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য 1 জুন থেকে আসছে বড়সড় পরিবর্তন। জানা যাচ্ছে, অটো ডেবিট ব্যর্থ হলে 2% জরিমানা করা হতে পারে। এমনকি ফুয়েল ও ইউটিলিটি বিল পেমেন্ট করতে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। শুধু তাই নয়, রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমেও এবার বদলে আসতে চলেছে।
এটিএম থেকে টাকা তোলায় বাড়তি চার্জ | ATM Withdrawal Charge |
1 জুন থেকে এটিএম লেনদেনের সীমা পার হলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ। ফলে যারা একাধিকবার এটিএম ব্যবহার করেন, তাদের খরচের বোঝা কিছুটা বাড়তে পারে।
এলপিজি গ্যাসের দাম | LPG Gas Price |
প্রতি মাসের প্রথম দিনই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। আর জুন মাসেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না। দাম বাড়লে যেমন প্রভাব পড়বে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের পকেটে, তেমনই দাম কমলে মিলবে স্বস্তি।
ফিক্সড ডিপোজিটের সুদের হার | Fixed Deposit Rate |
বর্তমানে অধিকাংশ ব্যাংক 6.5% থেকে 7.5% এর মধ্যে এফডিতে সুদ দিচ্ছে। তবে 1 জুন থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নীতিমালার উপর ভিত্তি করে এই হার কিছুটা কমতে পারে, আবার বাড়তেও পারে। এখন দেখার কী ঘোষণা আসে।
ক্রেডিট কার্ড দিয়ে বিল মেটাতে গেলে লাগতে পারে চার্জ
যারা বিদ্যুৎ বা জলের বিল বা মোবাইলের বিল ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাদের জন্য 1 জুন থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে। আর এর পাশাপাশি ক্যাশব্যাক বা ডিসকাউন্টেও আসতে পারে বড়সড়ো কাটছাঁট।
আরও পড়ুনঃ টুঁটি চেপে ধরতেই ফোঁস করে উঠল বাংলাদেশ, পাল্টা সেনা পদক্ষেপের হুমকি ভারতকে
পেট্রোল-ডিজেলের দাম | Petrol Diesel |
গাড়ি চালকদের জন্য রয়েছে বড় খবর। কারণ ক্রেডিট কার্ড দিয়ে পেট্রোল বা ডিজেল নিলে এবার সারচার্জে কিছু পরিবর্তন আনা হতে পারে। তবে কিছু কার্ডে হয়তো সুবিধা কমিয়ে দেওয়া হবে, আবার কোথাও কোথাও চার্জ বাড়তে পারে।
এই সমস্ত পরিবর্তনগুলি মাসিক খরচ এবং সঞ্চয়ের উপর যে সরাসরি প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই আগেভাগেই জেনে-বুঝে প্রস্তুত থাকুন, যাতে মাসিক বাজেটে সমস্যা সৃষ্টি না হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |