হঠাৎ এল ফোন! শখের বশে কাটা লটারিতেই ভাগ্য খুলল গ্যারেজ মিস্ত্রি জয়প্রকাশের

Published on:

Jalpaiguri Fulbari garage worker wins 1 crore in lottery

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাজ সেরে বাড়িতে টিফিনের জন্য আসছিলেন এক গ্যারেজ কর্মী, মাঝপথে শখের বসে কেটে ফেলেন ডিয়ার লটারির একটি টিকেট, আর তাতেই খুলে গেল ভাগ্যের দ্বার। জানা গিয়েছে, শখের বশে কাটা ওই লটারির টিকিটেই কোটিপতি হয়েছেন জলপাইগুড়ির (Jalpaiguri) ফুলবাড়ি এলাকার বাসিন্দা, পেশায় গ্যারেজ মিস্ত্রি জয় প্রকাশ দাস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শখের লটারিতেই ফিরল ভাগ্য

জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকার যুগিভিটা অঞ্চলের বাসিন্দা জয়প্রকাশ দাস। পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি। অন্যান্য সময়ের মতো গত এপ্রিলের এক মঙ্গলবার কাজ সেরে দুপুরে টিফিনের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জয়প্রকাশ। তবে হঠাৎ কি মনে হল, ফুলবাড়ি বাজার থেকে কেটে ফেললেন ডিয়ার লটারির একটি টিকিট, পরবর্তীতে বাড়িতে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় কাজ সেরেছিলেন জয়প্রকাশ।

পরে এক ফোন কলেই মুখের হাসি চওড়া হয়ে যায় ওই গ্যারেজকর্মীর। কল রিসিভ করতেই ওপার থেকে ভেসে আসে কোটিপতি হওয়ার খবর। হ্যাঁ, লটারি বিক্রেতার ফোন কলেই জয়প্রকাশ জানতে পেরেছিলেন, তাঁর লটারিতে কোটি টাকা বেঁধেছে। তবে ভাগ্য যে এভাবে ঘুরে যাবে স্বপ্নেও কল্পনা করেননি ফুলবাড়ি ওই গ্যারেজ কর্মী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যদিও, প্রথমদিকে লটারি বিক্রেতার কথায় বিশ্বাস হয়নি, জয়প্রকাশের। নিজে যাচাই করে দেখতে লটারির টিকিট নিয়ে সোজা চলে যান দোকানে। এরপরই রেজাল্ট দেখে নম্বর মেলাতেই চোখ কপালে ওঠে তাঁর। বুঝতে পারেন, সত্যিই তাঁর ভাগ্য খুলেছে। তবেই কোটিপতি হওয়ার খবর, প্রথমদিকে স্ত্রী ছাড়া আত্মীয়দের মধ্যে আর কাউকেই নাকি জানতে দেননি, জয়প্রকাশ। যদিও পরবর্তীতে যাবতীয় নিয়ম মেনেই পুলিশি সহায়তায় ব্যাঙ্কে যোগাযোগ করেন তিন। তবে, নিজে কোটি টাকা জিতলে বাকিদের লটারির নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ফুলবাড়ীর ওই ভাগ্যবান।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের রাজপথে বাড়ছে আন্দোলন! সরকারি কর্মীদের ভয়ঙ্কর রোষের মুখে ইউনূস! ছাড়তে হবে গদি?

কোটি টাকা দিয়ে কী করবেন জয়প্রকাশ?

লটারি কাটা অভ্যাসে নেই, তবে শখের বসে একবার সেই রাস্তায় পা বাড়িয়েই ভাগ্য খুলে গিয়েছে ফুলবাড়ির গ্যারেজ কর্মী জয়প্রকাশের। ইতিমধ্যেই কোটি টাকার মালিক হয়েছেন তিনি। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে ঠিক কী কী করবেন জয়প্রকাশ? সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই লটারি বিজেতা জানান, তাঁর দুই সন্তান রয়েছে। তাদের পড়াশোনার জন্য যেমন খরচ আছে, তেমনই কোটি টাকার মধ্যে থেকে কিছু অর্থ দিয়ে একটা ভাল বাড়ি বানানোর পরিকল্পনাও রয়েছে জয়প্রকাশ ও তাঁর স্ত্রীয়ের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group