বিক্রম ব্যানার্জী, কলকাতা: বরযাত্রী হোক কিংবা তীর্থ যাত্রা, যেকোনও প্রয়োজনে গোটা কোচ অথবা পুরো ট্রেন বুক করতে পারবেন যাত্রীরা! নিশ্চয়ই অবাক হলেন? আসলে ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা রেখেছে, যার দরুণ প্রয়োজন অনুযায়ী এক্সপ্রেস ট্রেনের একটি কোচ অথবা গোটা ট্রেনটাই বুক করা সম্ভব। তবে এ বিষয়ে অনেকেই ওয়াকিবহাল নন। ফলত, কীভাবে এই বুকিং প্রক্রিয়া সম্ভব তাও জানেন না সিংহভাগই। আজকের প্রতিবেদনে রইল সেই তথ্য।
গোটা ট্রেন আদৌ বুক করা সম্ভব?
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী প্রয়োজন দেখিয়ে গোটা কোচ অথবা পুরো ট্রেনটাই বুক করতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই বিধি নিষেধ ও শর্তাবলী রয়েছে। মূলত ভারতীয় রেলের অনলাইন প্লাটফর্ম বা ওয়েবসাইট IRCTC থেকে এই বুকিংয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সে ক্ষেত্রে জেনে রাখুন, এই নিয়ম অবশ্যই সাধারণ টিকিট বুকিংয়ের মতো নয়।
কীভাবে বুক করা যাবে গোটা কোচ/ট্রেন?
ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম IRCTC থেকে গোটা ট্রেন বা কোচ বুক করা যায়। এর জন্য প্রথমেই IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটের বিশেষ বিভাগে যেতে হবে। বলে রাখি, অন্যান্য সাধারণ টিকিট বুকিংয়ের থেকে যেহেতু এই প্রক্রিয়াটি আলাদা ফলে, গোটা ট্রেন বুক করতে হলে যাত্রীদের যেতে হবে https://www.ftr.irctc.co.in ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকেই পূর্ণ ট্যারিফ রেটের অধীনে বুকিং প্রক্রিয়াটি চলবে। বলা বাহুল্য, IRCTC কর্তৃক চালু হওয়া এই সুবিধার দৌলতে একসাথে অসংখ্য বুকিং করা সম্ভব।
বলে রাখি, এই ওয়েবসাইট থেকে গোটা ট্রেন বা কোচ বুক করতে হলে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র ও বিবরণ নিয়ে তৈরি থাকতে হবে। যার মধ্যে, যাত্রী কোথায় ভ্রমণ করতে চাইছেন, কতগুলি কোচ বা কী ধরনের কোচ স্লিপার না AC, নাকি RAC, কতজন যাত্রীর জন্য বুকিং করতে চাইছেন, কতদিনের ভ্রমণের জন্য বুকিং এমন একাধিক তথ্যের ওপর ভিত্তি করে আপনাকে একটি আনুমানিক ভাড়া দেখাবে ওয়েবসাইট। কাজেই, রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গোটা ট্রেন বা কোচ বুকিংয়ের আগে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস ও বিবরণগুলি তৈরি রাখুন।
গোটা ট্রেন বুকিংয়ের বড় শর্ত
ভারতীয় রেল বলছে, ওয়েবসাইট মারফত গোটা ট্রেন বা কোচ বুক করার সময় মোট অর্থের 100 শতাংশই জমা দিতে হবে। মূলত ভাড়া বাবদ এই অর্থ নেবে রেল। তাছাড়াও গোটা ট্রেন বা কোনও কোচ বুক করার ক্ষেত্রে একটি নিজস্ব মূল্যবান দ্রব্য নিরাপত্তা জামানত হিসেবে রেলের কাছে জমা রাখতে হবে। পরবর্তীতে ভ্রমণ শেষ হয়ে গেলে এই জামানত ফিরে পাবেন আপনি।
অবশ্যই পড়ুন: ঘুঁচল অপেক্ষা, অপবাদ! অবশেষে গলবীরের হাত ধরে এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা পেল ভারত
এই বিষয়গুলি মনে রাখুন
প্রথমেই বলে রাখি, হঠাৎ করে বা তাৎক্ষণিকভাবে গোটা ট্রেন বা কোচ বুক করা সম্ভব নয়। কাজেই, আজ হঠাৎ আপনার মনে হলে ভারতীয় রেলের অধীনে থাকা কোনও এক্সপ্রেস ট্রেনের কোচ বা ট্রেন বুক করতে পারবেন না আপনি। সেক্ষেত্রে শর্ত হল ভ্রমণের অন্তত 30 দিন আগে এই বুকিং প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়াও যে কোচ বুক করা হচ্ছে তা অন্তত একদিনের জন্য বুক করা আবশ্যিক। পাশাপাশি যত জন যাত্রীর জন্য কোচ বা গোটা ট্রেন বুক করা হচ্ছে তাদের সকলের পরিচয় পত্র রেলের কাছে জমা দিতে হবে।